সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর বাবা ইরফান খানের জন্য একটি আন্তরিক নোট লিখেছিলেন। থ্রোব্যাক ছবি ছবিতে তাঁদের গোটা পরিবারকে দেখা গিয়েছে। ক্যপশনে লেখা ছিল, “আমাদের পরিবার একটা আজব পরিবার, আমেদের প্রতিবেশীরাও বুঝতে পারে না আমরা কেমন ভাবে থাকি। আমারা এমন বলেই অন্য পরিবারগুলি থেকে একটু আলাদা। আমরা আগে কী করে এসেছি, ভবিষ্যতে কী করতে চলেছি সেই সব নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করি না, বর্তমান সময়ে কেমন রয়েছি সেটা নিয়ে ভালো থাকি। আমাদের পরিবারে বাবা এই পৃথিবীতে থাকতে চাইতেন না, মা যে কি না একজন ভালো লেখিকার পাশাপাশি একজন যোদ্ধা, যিনি অনবরত যুদ্ধ করে চলেছেন, এক জন ভাই যে কি না সব কিছুর মধ্যেই সঙ্গীত খুঁজে পায়, আর আমি, যে বাচ্চাদের অ্যানিমেশন দেখেও কেঁদে ফেলি। আমার পরিবার এমন একটি পরিবার যার সদস্যরা এক গ্লাস জল নিজেরা ঠিক করে নিতে পারে না, বেশির ভাগ সময়ে তা উপচে পড়ে যায়, কিন্তু আমরা এই সব বিষয় নিয়ে বিশেষ মাথা ঘামাই না। আমি অনেক সময় ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলি বিরক্ত হয়ে উঠি, তবে সব কিছু সামলে আবার সকলের মনযোগ কাড়তে পারি।”
বাবিলের লেখা এই আবেগপ্রবন পোস্ট পড়ে নেটাগরিকদের একটুও বুঝতে অসুবিধা হয়নি, যে তিনি বাবা ইরফান খানকে মিস করছেন। বলিউডে নিজের আত্মপ্রকাশের জন্য তৈরি হচ্ছেন বাবিল। ‘কালা’ (Qala) নামের একটি ছবিতে দেখা যাবে তাঁকে।