গত সোমবার তিনি Instagram-এ বেশ কিছু নিজের ছবি আপলোড করেছেন। যেখানে সাদা রঙের একটি শার্ট পড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিগুলি দেখে আন্দাজ করা যাচ্ছে যে, বাবিল মন দিয়ে কিছু শুনছেন। পোস্টের ক্যাপশনে ইরফানপুত্র লিখেছেন, খারাপ চিত্রনাট্য শোনার সময় এরকম মুখভঙ্গিথাকা প্রয়োজন। অর্থাৎ, একটা জিনিস পরিস্কার যে বাবিল অভিনয় জগতে এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
advertisement
প্রসঙ্গত, ইরফানের এই বড় ছেলে আপাতত লন্ডনে ফিল্মমেকিং এবং অ্যাকটিং নিয়ে পড়াশোনা করছেন। যদিও বাবিল বাবার মতোই একটু অন্য ধরনের অভিনয় করে দর্শকদের মন জয় করতে চান, তা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে। উল্লেখ্য, বাবিল বেশ কয়েকমাস আগে ভারতীয় সমাজে ছেলেদের মেক-আপ করা নিয়ে যে সমালোচনা হয় তাই নিয়ে মুখ খুলে বিতর্ক সৃষ্টি করেছিলেন।
বাবিল এই প্রসঙ্গে লিখেছিলেন যে এই পৃথিবীতে যে কোনও পুরুষেরই একটা দ্বৈতসত্ত্বা থাকে। তাঁর মাঝে লুকিয়ে থাকে এক নারীসত্ত্বাও। যখন পুরুষ নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই নারীসত্ত্বাকে চিনতে পারেন, তাকে মেনে নেন, একমাত্র তখনই তাকে যথার্থ এবং আদর্শ পুরুষ হিসেবে তকমা দেওয়া যায়। না হলে বিষয়টা স্রেফ সীমাবদ্ধ থাকেবিষাক্ত পৌরুষের খাতে। যে মানসিকতার সম্মুখীন তাঁকে আকছার হতে হয়। এর কারণ একটাই- বাবিল নিজের ত্বকের যত্ন নিতে ভালোবাসেন! তিনি যে নিয়মিত ভাবে ত্বকের যত্ন নেন,প্রসাধনী ব্যবহার করেন, রাস্তায় বের হওয়ার আগে মেক-আপ করেন, সেটা অকপটে স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছেন যে কী ভাবে ঘুমের আগে মুখে কালো প্যাক লাগান তিনি! এটাও মজা করে জানান যে এত মেক-আপ করা, এত ত্বকের যত্ন নেওয়ার পরেও ভ্যালেন্টাইন'স ডে-তে তাঁর কোনও ডেটিংয়ের সুযোগ আসেনি!