TRENDING:

Surekha Sikri : ‘যেন আরও কাজ পাই’, শত অর্থকষ্টেও সাহায্য ফিরিয়ে দেওয়া সুরেখাকে শ্রদ্ধার্ঘ্য আয়ুষ্মানের

Last Updated:

সুরেখা সীকরীর (Surekha Sikri) প্রয়াণে ‘বধাই হো’ ছবির পরিবারের কথা মনে পড়ছে আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) ৷ সামাজিক মাধ্যমে এক মর্মস্পর্শী বার্তায় প্রবীণ অভিনেত্রীকে স্মরণ করেছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : প্রত্যেক ছবি করার সময় তাঁরা একটি নতুন পরিবারের সঙ্গে জড়িয়ে পড়েন ৷ নিজের পরিবারের তুলনায় শ্যুটিং ফ্লোরের সেই পরিবারের সঙ্গেই বেশি সময় কাটান ৷ সুরেখা সীকরীর (Surekha Sikri) প্রয়াণে ‘বধাই হো’ ছবির পরিবারের কথা মনে পড়ছে আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) ৷ সামাজিক মাধ্যমে এক মর্মস্পর্শী বার্তায় প্রবীণ অভিনেত্রীকে স্মরণ করেছেন তিনি ৷
advertisement

‘বধাই হো’ ছবির জন্য তৃতীয় জাতীয় পুরস্কার পান সুরেখা ৷ পুরস্কার গ্রহণ করতে গিয়েছিলেন হুইল চেয়ারে৷ আয়ুষ্মানের কথায়, ‘‘বধাই হো ছবির পরিবার ছিল সেরা ৷ পরিবারের প্রধান ছিলেন সুরেখা ৷ মানসিকতায় তিনিই ছিলেন বাকি সকলের তুলনায় অনেক এগিয়ে ৷’’ পর্দার বাইরে বাস্তব জীবনেও তিনি ছিলেন সেরকমই ৷ বয়সের ছাপ পড়েনি সুরেখার মনে ৷ মানসিকভাবে তিনি ছিলেন নবীন ৷ উপলব্ধি আয়ুষ্মানের  ৷

advertisement

পরাধীন ভারতের দিল্লিতে ১৯৪৫-এর ১৯ এপ্রিল জন্ম সুরেখার ৷ ভারতীয় বায়ুসেনার পাইলটের মেয়ে সুরেখার আশৈশব লালিত ইচ্ছে ছিল সাংবাদিক হবেন ৷ কিন্তু তিনিই আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর ভর্তি হন ন্যাশনাল স্কুল অব ড্রামায় ৷ সুরেখা সৎ বোন ছিলেন মানারা ৷ তিনি নিজের জন্য এনএসডি-র ফর্ম এনেছিলেন৷ কিন্তু পরে মত পাল্টে ডাক্তারি পড়েন ৷ মায়ের কথায় সেই ফর্ম পূরণ করে আবেদন করেন সুরেখা ৷

advertisement

থিয়েটার ছিল প্রথম প্রেম ৷ সেখান থেকে আত্মপ্রকাশ ছবিতে ৷ প্রথম ছবি ‘কিস্সা কুর্সী কা’ মুক্তি পায় ১৯৭৮ সালে ৷ এর পর ‘নজর’, ‘সরদারী বেগম’, ‘সরফরোশ’, ‘দিল্লগি’, ‘জুবেইদা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘রেনকোট’, ‘দেব ডি’, ‘তুম সা নঁহি দেখা’, ‘জো বোলে সো নিহাল’-সহ একাধিক ছবিতে বাণিজ্যিক ও সমান্তরাল দুই ধারার ছবিতে স্বকীয়তার ছাপ রেখেছেন তিনি ৷ প্রথম দুটি জাতীয় পুরস্কার পান গোবিন্দ নিহালনির ‘তমস’ এবং শ্যাম বেনেগালের ‘মাম্মো’-তে অভিনয়ের জন্য ৷ ছোট পর্দায় ‘বালিকা বধূ’ ধারাবাহিকে সুরেখার ‘দাদীসা’ চরিত্রটি নতুন করে লিখেছিল টেলিভিশনে চরিত্রাভিনয়ের সংজ্ঞা৷

advertisement

২০১৯ সালে সুরেখা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মহাবালেশ্বের শ্যুটিঙের সময় ৷ সুস্থ হয়ে ফিরে এসেছিলেন শ্যুটিং ফ্লোরে ৷ সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, দীর্ঘকালীন চিকিৎসার ব্যয় মেটাতে তাঁর অর্থ প্রয়োজন৷ কিন্তু তিনি সাহায্য বা দাক্ষিণ্য চান না ৷ বরং অভিনয় করে তাঁর সাম্মানিক চান ৷ বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন অর্থসাহায্যও ৷

সুরেখার এই দৃঢ় মনোভাবের কথা মনে পড়েছে আয়ুষ্মানেরও ৷ ‘বধাই হো’-র স্ক্রিনিংয়ের পর সুরেখা অটোরিকশা নিতে যাচ্ছিলেন বাড়ি ফিরবেন বলে ৷ আয়ুষ্মান ও তাহিরা তাঁকে গাড়িতে করে পৌঁছে দেন ৷ আয়ুষ্মান বলেছিলেন, ‘‘আপনিই আমাদের ছবির প্রধান তারকা ৷ উত্তরে তিনি বলেছিলেন, আরও যেন কাজ পাই৷’’ শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন আয়ুষ্মান-তাহিরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সুরেখার সৎ বোন মানারা ছিলেন নাসিরুদ্দিন শাহের প্রাক্তন স্ত্রী ৷ শত প্রতিবন্ধকতাতেও অনু্গ্রহপ্রার্থী হননি নাসিরুদ্দিন শাহের প্রাক্তন শ্যালিকা, সুরেখা ৷ অনমনীয় অথচ কোমল মানসিকতা নিয়েই চলে গেলেন তিনি ৷ স্বামী প্রয়াত হয়েছিলেন আগেই ৷ রেখে গেলেন পুত্র রাহুল, পরিজন-সহ অগণিত অনুরাগীকে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Surekha Sikri : ‘যেন আরও কাজ পাই’, শত অর্থকষ্টেও সাহায্য ফিরিয়ে দেওয়া সুরেখাকে শ্রদ্ধার্ঘ্য আয়ুষ্মানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল