অবশ্য এর আগেও বাবা হয়েছেন বলিউডের অতি পরিচিত এই গায়ক৷ আতিফের পাঁচ বছরের পুত্র আহাদ ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয়৷ এই বছর আহাদের জন্মদিনে বাবা আতিফ একটি সুন্দর নোট লেখেন। ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাবা লেখেন ‘শুভ জন্মদিন.. তুমি আমার সুপারস্টার, আর তোমার খুশিতেই তোমার মা বাবার সমস্ত সুখ’৷
advertisement
আরও পড়ুন: অস্কার জেতার পরেই ঘরে ভাঙনের ইঙ্গিত? রামচরনের পরিবারকে ঘিরে জোর চর্চা
২০১৩ সালে বহুদিনের বান্ধবী সারা ভারওয়ানাকে বিয়ে করেন পাকিস্তানি গায়ক৷ সম্প্রতি স্ত্রীর জন্মদিনে ইনস্টাগ্রামে ভালবাসা মাখা পোস্ট করেন আতিফ৷ সুখের সংসারে ভালবাসা আরও বাড়ল কন্যা সন্তানের আগমনে৷
বলিউডে বহু জনপ্রিয় গান গেয়েছেন আতিফ৷ তাঁর গাওয়া বেশ কিছু গান আজও সমানভাবে জনপ্রিয়৷ ‘তেরে সং ইয়ারা’, ‘দিল দিয়া গল্লা’, বা ‘পহেলি নজর মে’-র মতো আরও অনেক গানে এদেশের বহুমানুষের অন্যতম প্রিয় শিল্পী আতিফ আসলাম৷