TRENDING:

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা পেল 'ময়ূরাক্ষী'

Last Updated:

দশম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা 'চিত্র ভারতী'- তে ভূষিত হল অতনু ঘোষের ছবি 'ময়ূরাক্ষী'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দশম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা 'চিত্র ভারতী'- তে ভূষিত হল অতনু ঘোষের ছবি 'ময়ূরাক্ষী'। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
advertisement

সম্প্রতি অনুষ্ঠিত 'জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (পূর্ব)'-এ চারটি পুরস্কার- সেরা অভিনেতা (পপুলার ও ক্রিটিক), সেরা ছবি (ক্রিটিক) ও সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর পাওয়ার পরও জয়যাত্রা অব্যাহত থাকল 'ময়ূরাক্ষী'-র।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চূড়ান্ত প্রতিযোগিতায় ছিল ২০১৭'র ১৪টি ছবি। যেমন, হরিকুমার পরিচালিত মালায়লি ছবি 'ক্লিন্ট', শ্রীধর রঙ্গায়ন পরিচালিত হিন্দি ছবি 'ইভিনিং শ্যাডোজ', গজেন্দ্র আহিরে পরিচালিত মরাঠি ছবি 'পিম্পল', উৎপল বোরপূজারি পরিচালিত অসমিয়া ছবি 'ইশু', চেজিয়ান রা পরিচালিত তামিল ছবি 'টু লেট'।

advertisement

চিত্র ভারতী'র জ্যুরি প্রধান ছিলেন ক্লেয়ার ডবিন ও মানু চক্রভর্তী। পুরস্কার প্রদান করেন কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই রুদাভাই বালা। উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও পরিচালক মণি রত্নমও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উচ্ছশিত পরিচালক জানান, ''ময়ূরাক্ষী জাতীয় স্বিকৃতী পেল। আমি গর্বিত।"

বাংলা খবর/ খবর/বিনোদন/
বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা পেল 'ময়ূরাক্ষী'