TRENDING:

‘বৃত্তটা যেন সম্পূর্ণ হল’: অতনু ঘোষ

Last Updated:

জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল পরিচালক অতনু ঘোষের ছবি ‘ময়ূরাক্ষী’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল পরিচালক অতনু ঘোষের ছবি ‘ময়ূরাক্ষী’ ৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি বাংলার বক্স অফিসে আগেই ঝড় তুলেছিল ৷ আর এবার জাতীয়স্তরে স্বীকৃতি পেয়ে ‘ময়ূরাক্ষী’ ছবির জার্নি যেন বৃত্ত সম্পুর্ণ করল ৷ জাতীয় সম্মানে ‘ময়ূরাক্ষী’ সেরা বাংলা ছবির সম্মান পাওয়ার পর ঠিক এরকমটিই মনে করছেন ছবির পরিচালক অতনু ঘোষ ৷
advertisement

জাতীয় সম্মান পাওয়ার পর যেন ছবির প্রথম দিন শ্যুট থেকে পুরো জার্নিটাই চোখের ওপরে ভেসে আসছে অতনু ঘোষের ৷ অতনু জানালেন, ‘ময়ূরাক্ষীর জাতীয় সম্মান পাওয়াটা খুব বড় পাওয়া ৷ এক জাতীয় স্বীকৃতি ৷ আসলে, এই ছবির গল্প শুধুমাত্র এক গণ্ডিতেই আটকে নেই ৷ গোটা পৃথিবীর জন্যই যেন তৈরি হয়েছে ৷ আসলে এই স্বীকৃতিটা এই ধরণের গল্পকে সঠিক সম্মান দেওয়া ৷ ময়ূরাক্ষীকে আরও একধাপ এগিয়ে দেওয়া ৷ ’

advertisement

ময়ূরাক্ষীর চিত্রনাট্যটি পড়ে দু’বার ভাবেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ পরিচালককে নাকি বলেছিলেন, যত দ্রুত সম্ভব ছবির কাজটা শুরু করতে ৷ সেই দিনটার কথা মনে করে একটু আবেগপ্রবণই হয়ে উঠলেন পরিচালক অতনু ঘোষ ৷ জানালেন, ‘বুম্বা দা, ঠিক এক মিনিট সময় লাগিয়ে ছিলেন ৷ তারপর আমাকে বললেন, ছবির কাজ দ্রুত শুরু কর ৷ এ ছবিটা ভালো করে তৈরি করতেই হবে ৷ এমনকী, জাতীয় সম্মানের ঘোষণার পর প্রথম ফোনটা বুম্বা দা-র তরফ থেকেই এসেছিল ৷ খুব খুশি তিনি ৷ প্রসেনজিৎ প্রথম দিন থেকে এই ছবি নিয়ে আমাকে প্রচুর ভরসা দিয়েছেন৷ আমারও ওর ওপর আস্থা ছিল ৷ তবে এই স্বীকৃতি গোটা টিমের ৷ সবার পরিশ্রমের ফসল ময়ূরাক্ষী ৷ ’

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বৃত্তটা যেন সম্পূর্ণ হল’: অতনু ঘোষ