TRENDING:

Zubeen Garg: খুনই হয়েছেন জুবিন গর্গ! বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ১৭ ডিসেম্বরের মধ্যে জমা পড়ছে চার্জশিট

Last Updated:

এদিন গায়কের মৃত্যু প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘‘আমি আজ কখনওই জুবিন গর্গের মৃত্যুকে দুর্ঘটনা বলতে পারব না৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে খুন হয়েছেন প্রখ্যাত গায়ক জুবিন গর্গ৷ তাঁর মৃত্যুকে কখনওই দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায় না৷ সোমবার রীতিমতো ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ প্রসঙ্গত, গত ২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠান ছিল৷ তাতেই নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গিয়েছিলেন জুবিন৷ অনুষ্ঠানের আগের দিন স্কুবা ডাইভ করতে গিয়েছিলেন তিনি৷ সেখানেই সমুদ্রের গভীর থেকে উঠে আসার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি৷ পরে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷
News18
News18
advertisement

এদিন গায়কের মৃত্যু প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘‘আমি আজ কখনওই জুবিন গর্গের মৃত্যুকে দুর্ঘটনা বলতে পারব না৷ ১৭ ডিসেম্বরের মধ্যে আমাদের জুবিন গর্গের খুনের চার্জশিট জমা দিতে হবে৷ আমি অবশ্য বলেছি, যাতে ৮ ডিসেম্বরের মধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়৷ আমরা সবদিক থেকে তৈরি৷’’

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনই কাজ শুরু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য

advertisement

পাশাপাশি, অসমের মুখ্যমন্ত্রী জানান, ‘‘যদি বিদেশে কোনও ঘটনা ঘটে, তাহলে চার্জশিট জমা দেওয়ার আগে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সম্মতি নিতে হয়৷ গতকাল আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টা জানিয়েছি৷ তাই অনুমতি খুব শীঘ্রই এসে যাবে৷ কিছু দিনের মধ্যেই বিশেষ তদন্তকারী দল, সিট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাবে৷ ওরা অনুমতি্ পেয়ে গেলেই আমরা ডিসেম্বরের ৮,৯ অথবা ১০ তারিখে চার্জশিট জমা দেব৷’’

advertisement

আরও পড়ুন: পুকুরে জাল ফেলছেন রাহুল! জেলেদের মাঝে কোমর জলে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন বিহার রাজনীতির সূক্ষ্ম অঙ্ক

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

সিঙ্গাপুর এবং অসম দুই জায়গাতেই জুবিব গর্গের মৃত্যুর তদন্ত চলছে৷ সিআইডি-র একটি বিশেষ দল জুবিনের মৃত্যুর তদন্ত করছে৷ যেখানে অপরাধমূলক ষড়যন্ত্র, অনিচ্ছাকৃত খুনের মামলা এবং অবহেলাজনিত মৃত্যুর মতো অভিযোগ আনা হয়েছে৷ যার সঙ্গে খুনের চার্জও লাগানো হয়েছে৷ এখনও পর্যন্ত এই ঘটনা ৫ জনকে গ্রেফতার করা হয়েছে৷ যার মধ্যে জুবিনের ম্যানেজার, ব্যক্তিগত নিরাপত্তা অফিসার ও মৃত গায়কের তুতো ভাই সন্দীপন গর্গও রয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Zubeen Garg: খুনই হয়েছেন জুবিন গর্গ! বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ১৭ ডিসেম্বরের মধ্যে জমা পড়ছে চার্জশিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল