এবার সেই আশিস মুখ খুললেন নিজের বিয়ে নিয়ে। ভিডিওতে তাঁর স্মৃতিচারণা, কীভাবে রূপালির সঙ্গে তাঁর পরিচয়, কীভাবে প্রাক্তন স্ত্রী রাজশি ওরফে পিলুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিবাহবিচ্ছেদ ঘটেছে তাঁর। একইসঙ্গে সকলের ভুল ভাঙিয়ে বলেন, তাঁর বয়স ৬০ নয়, ৫৭ (চারদিকে শোনা যাচ্ছিল, তাঁর বয়স ৬০)। এবং তাঁর নববধূর বয়স ৫০।
আরও পড়ুন: প্রথম সংসার ভেঙে চুরমার! আশিসের ২য় বিয়ে নিয়ে বিস্ফোরক প্রাক্তন শাশুড়ি শকুন্তলা
advertisement
নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভিডিও করে বলেন, ‘‘সেই সময়ে সম্ভবত আমি ৫৫ ছিলাম, যখন আমি বলেছিলাম যে কাউকে বিয়ে করতে চাই। এভাবেই রূপালি বড়ুয়ার সঙ্গে আমার সাক্ষাৎ। আলাপ, পরিচয় ঘটে। আমরা একে অপরের সম্পর্কে আকৃষ্ট হতে থাকি। বুঝতে পারি, স্বামী-স্ত্রী হিসাবে ঘর করতে পারি। আর তাই রূপালির সঙ্গে আমার বিয়ে। তাঁর বয়স ৫০, আমি ৫৬, ৬০ নই। কিন্তু বয়স কোনও ব্যাপার নয়। আমরা প্রত্যেকে সুখী হতে পারি। বয়স যাই হোক না কেন। তাই মানুষ যেভাবেই জীবনযাপন করতে চান, সেটিকে সম্মান করি।’’
অন্যদিকে আশিসের প্রাক্তন স্ত্রী রাজশির আরেক পরিচয় তিনি বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা। এ হেন পরিস্থিতিতে কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী? সন্তানের জীবনে কঠিন সময়। কী ভাবে তাঁকে সামলাচ্ছেন শকুন্তলা?
নিউজ18 বাংলাকে তিনি বলেন, “এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না। ওদের যথেষ্ট বয়স হয়েছে। ওরা যা ভাল বুঝেছে, করেছে। শুধু এইটুকু বলতে পারি, আমার মেয়ে এবং আমি খুব ভাল আছি।”