TRENDING:

Ashish Vidyarthi Rupali Barua Marriage : আমি ৫৭, রূপালি ৫০, সম্মান দেওয়া উচিত... নতুন স্ত্রীকে নিয়ে মুখ খুললেন সদ্যবিবাহিত আশিস

Last Updated:

Ashish Vidyarthi Rupali Barua Marriage : ভিডিওতে আশিসের স্মৃতিচারণা, কীভাবে রূপালির সঙ্গে তাঁর পরিচয়, কীভাবে প্রাক্তন স্ত্রী রাজশি ওরফে পিলুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিবাহবিচ্ছেদ ঘটেছে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তোলপাড় বলিউড থেকে টলিউড। দু’দিন ধরে এক বিয়ের খবরে হইহই পড়ে গিয়েছে চারদিকে। আনন্দের ফোয়ারার মাঝেই সমালোচনা তুঙ্গে। ফের বিয়ে করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী। ২২ বছরের দাম্পত্যে ইতি টেনে ফের সংসার সাজিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। প্রথমত এই বয়সে বিয়ে করা, দ্বিতীয়ত প্রাক্তন স্ত্রী রাজশি বড়ুয়ার সঙ্গে ভাঙন। দুইয়ে মিলে বিতর্ক সৃষ্টি হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে ঘিরে।
আশিস বিদ্যার্থী এবং তাঁর দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়া
আশিস বিদ্যার্থী এবং তাঁর দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়া
advertisement

এবার সেই আশিস মুখ খুললেন নিজের বিয়ে নিয়ে। ভিডিওতে তাঁর স্মৃতিচারণা, কীভাবে রূপালির সঙ্গে তাঁর পরিচয়, কীভাবে প্রাক্তন স্ত্রী রাজশি ওরফে পিলুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিবাহবিচ্ছেদ ঘটেছে তাঁর। একইসঙ্গে সকলের ভুল ভাঙিয়ে বলেন, তাঁর বয়স ৬০ নয়, ৫৭ (চারদিকে শোনা যাচ্ছিল, তাঁর বয়স ৬০)। এবং তাঁর নববধূর বয়স ৫০।

আরও পড়ুন: প্রথম সংসার ভেঙে চুরমার! আশিসের ২য় বিয়ে নিয়ে বিস্ফোরক প্রাক্তন শাশুড়ি শকুন্তলা

advertisement

নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভিডিও করে বলেন, ‘‘সেই সময়ে সম্ভবত আমি ৫৫ ছিলাম, যখন আমি বলেছিলাম যে কাউকে বিয়ে করতে চাই। এভাবেই রূপালি বড়ুয়ার সঙ্গে আমার সাক্ষাৎ। আলাপ, পরিচয় ঘটে। আমরা একে অপরের সম্পর্কে আকৃষ্ট হতে থাকি। বুঝতে পারি, স্বামী-স্ত্রী হিসাবে ঘর করতে পারি। আর তাই রূপালির সঙ্গে আমার বিয়ে। তাঁর বয়স ৫০, আমি ৫৬, ৬০ নই। কিন্তু বয়স কোনও ব্যাপার নয়। আমরা প্রত্যেকে সুখী হতে পারি। বয়স যাই হোক না কেন। তাই মানুষ যেভাবেই জীবনযাপন করতে চান, সেটিকে সম্মান করি।’’

advertisement

অন্যদিকে আশিসের প্রাক্তন স্ত্রী রাজশির আরেক পরিচয় তিনি বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা। এ হেন পরিস্থিতিতে কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী? সন্তানের জীবনে কঠিন সময়। কী ভাবে তাঁকে সামলাচ্ছেন শকুন্তলা?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নিউজ18 বাংলাকে তিনি বলেন, “এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না। ওদের যথেষ্ট বয়স হয়েছে। ওরা যা ভাল বুঝেছে, করেছে। শুধু এইটুকু বলতে পারি, আমার মেয়ে এবং আমি খুব ভাল আছি।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ashish Vidyarthi Rupali Barua Marriage : আমি ৫৭, রূপালি ৫০, সম্মান দেওয়া উচিত... নতুন স্ত্রীকে নিয়ে মুখ খুললেন সদ্যবিবাহিত আশিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল