Ashish Vidyarthi || Shakuntala Barua: প্রথম সংসার ভেঙে চুরমার! আশিসের ২য় বিয়ে নিয়ে বিস্ফোরক প্রাক্তন শাশুড়ি শকুন্তলা

Last Updated:

Ashish Vidyarthi || Shakuntala Barua আশিসের দ্বিতীয় বিয়ে নিয়ে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেছেন আশিসের প্রাক্তন স্ত্রী রাজশি বড়ুয়া। রাজশির আরেক পরিচয় তিনি বাংলার অন্যতম অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা।

কলকাতা: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী। পাত্রী অসমের রূপালি বড়ুয়া। আপাতত শুভেচ্ছা বন্যায় ভাসছেন নবদম্পতি। তবে এই নয়া অধ্যায়ের নেপথ্যে রয়েছে ভাঙনের ইতিহাস। ২২ বছরের দাম্পত্যে ইতি টেনে ফের সংসার সাজিয়েছেন ৬০ বছর বয়সি অভিনেতা। শুক্রবার সকালে তা নিয়ে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেছেন আশিসের প্রাক্তন স্ত্রী রাজশি বড়ুয়া। রাজশির আরেক পরিচয় তিনি বাংলার অন্যতম অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা। এ হেন পরিস্থিতিতে কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী?
সন্তানের জীবনে কঠিন সময়। কী ভাবে তাঁকে সামলাচ্ছেন শকুন্তলা? নিউজ18 বাংলাকে তিনি বলেন, “এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না। ওদের যথেষ্ট বয়স হয়েছে। ওরা যা ভাল বুঝেছে, করেছে। শুধু এইটুকু বলতে পারি, আমার মেয়ে এবং আমি খুব ভাল আছি।”
প্রাক্তন জামাইকে নিয়ে কোনও মন্তব্য করেননি শকুন্তলা। তবে তাঁর কন্যা রাজশীর ইনস্টাগ্রাম স্টোরিতে তিক্ততার সুর স্পষ্ট। তিনি লেখেন, ‘যে সঠিক মানুষ, সে কোনওদিন তোমার মনে প্রশ্ন আনবে না, তার কাছে তোমার মূল্য কতটা৷ এমন কোনও কাজ তারা করবে না, যা তোমাকে কষ্ট দেয়৷ সব সময় এই কথা মনে রাখবে৷’
advertisement
advertisement
এখানেই থেমে থাকেননি রাজশি। আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘সমস্ত দ্বিধা, অতি চিন্তা এখনই তোমার মন থেকে সরে যাক৷ সমস্ত ধন্দ কাটিয়ে সবকিছু স্পষ্ট হোক তোমার কাছে৷ তোমার জীবন জুড়ে শান্তি নেমে আসুক৷ বহু দিন ধরেই তুমি লড়াই করে চলেছে৷ এখন অন্তত তোমার জীবনে আশীর্বাদ নেমে আসুক৷ এটা তোমার প্রাপ্য৷’\
advertisement
তবে সত্যিই কি প্রাক্তন স্বামীকে কটাক্ষ করেই রাজশির দুই পোস্ট? এ প্রসঙ্গে শকুন্তলা বলেন, “পোস্টগুলি তো রাজশী করেছে। তাই ও-ই ভাল বলতে পারবে। আমি এ বিষয়ে কিছু জানি না।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ashish Vidyarthi || Shakuntala Barua: প্রথম সংসার ভেঙে চুরমার! আশিসের ২য় বিয়ে নিয়ে বিস্ফোরক প্রাক্তন শাশুড়ি শকুন্তলা
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement