TRENDING:

Asha Bhosle: প্রয়াত আশা ভোঁসলে? সাতসকালে খবর শুনে চমকে উঠে ছিল বলিউড... অবশেষে মুখ খুলে সত্যি জানালেন ছেলে

Last Updated:

আনন্দ জানান, তাঁর মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। সুস্থ আছেন গায়িকা। কিছু হয়নি তাঁর। তবে কী ভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সাত সকালে চমকে উঠেছিল বলিউড। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নাকি প্রয়াত। এমনই এক খবর বৃহস্পতিবার আচমকা ছড়িয়ে পড়ে। গুঞ্জন ক্রমশ বাড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়িকা-পুত্র আনন্দ ভোঁসলে। আনন্দ জানান, তাঁর মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। সুস্থ আছেন গায়িকা। কিছু হয়নি তাঁর। তবে কী ভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
News18
News18
advertisement

সূত্রপাত সমাজমাধ্যম থেকেই। শাবানা শেখ নামে একজন ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তাঁর মালা পরা ছবি এবং তাঁর মৃত্যুর ঘোষণার মিথ্যা এবং ভুয়ো ক্যাপশন দেওয়া হয়েছিল। ক্যাপশনে লেখা ছিল, “বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে প্রয়াত- একটি সঙ্গীত যুগের অবসান (০১ জুলাই ২০২৫)।” এর কিছুক্ষণ পরেই, আরও বেশ কয়েকটি অনুরূপ পোস্টে আশা ভোঁসলের মৃত্যুর মিথ্যা খবর ছড়ায়। তাঁর পুত্র আনন্দ ETimesকে জানান, ‘এটি সম্পূর্ণ মিথ্যা’।

advertisement

আশা ভোঁসলেকে সম্প্রতি তাঁর স্বামী তথা প্রয়াত সঙ্গীতশিল্পী রাহুল দেব বর্মণের ৮৫তম জন্মবার্ষিকী উদযাপন করতে দেখা গিয়েছিল। প্যাস্টেল শাড়ি এবং মুক্তার মালায় অসাধারণ লাগছিল তাঁকে। পুরনো দিনের কথাও স্মরণ করেন তিনি। জানান, “তাঁর সঙ্গে সুর করতে আমার কখনও কোনও অসুবিধা হয়নি। রেকর্ডিংয়ের সময় আমি কখনও কোনও সমস্যার মুখোমুখি হইনি। আমি তাঁর গান খুব সহজেই গাইতাম, কিন্তু এখন যারা আসবেন তাঁদের জন্য এটি কঠিন হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আশা ভোঁসলে মাত্র ১৬ বছর বয়সে গণপতরাও ভোঁসলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। তাঁদের তিনটি সন্তানও হয়। তবে ১৯৬০ সালে দুজনের বিচ্ছেদ ঘটে। এরপর আশা ১৯৮০ সালে সঙ্গীত পরিচালক-অভিনেতা আরডি বর্মণকে বিয়ে করেন। মৃত্যুর আগে পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ এটাই সবথেকে বড় কথা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Asha Bhosle: প্রয়াত আশা ভোঁসলে? সাতসকালে খবর শুনে চমকে উঠে ছিল বলিউড... অবশেষে মুখ খুলে সত্যি জানালেন ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল