আরও পড়ুন : যুদ্ধক্ষেত্র ইউক্রেনে মুছে গেল 'কাঁটাতার'! পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা ভারতীয় পতাকার
গত ৩ অক্টোবর, ২০২১ মুম্বইয়ের এক বিলাসবহুল প্রমোদতরী থেকে (Mumbai Drug Case) গ্রেফতার হন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan)। মাদক কাণ্ডে নাম জোরে তাঁর। ২০ দিনেরও বেশি সময় জেলে কাটানোর পর মুক্তি পেলেন আরিয়ান। তদন্তে গঠন করা হল নার্কোটিকস কনট্রোল ব্যুরোর স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। এবার সামনে এল সিটের তদন্ত রিপোর্ট। জানা গিয়েছে আরিয়ান খানের (Aryan Khan) বিরুদ্ধে এমন কোনও তথ্য প্রমাণ নেই যার থেকে প্রমাণ হতে পারে যে কোনও মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে তাঁর।
advertisement
আরও পড়ুন : অগ্নিসাক্ষীর আগেই বিয়েবাড়িতে তুলকালাম! হঠাৎ বিয়ে ভেঙে দিলেন কনে, নেপথ্যে বড় 'কারণ'!
এর ফলে এনসিবি যে অভিযোগ (Mumbai Drug Case) এনেছিল শাহরুখ-পুত্রের (Aryan Khan) বিরুদ্ধে তা একেবারেই ভুল প্রমাণিত হতে চলেছে। ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী SIT তাদের তদন্ত রিপোর্টে জানিয়েছে আরিয়ান খানের(Aryan Khan) কাছে কখনও মাদক ছিলই না। এমনকি তাঁর ফোন বাজেয়াপ্ত করারও কোনও কারণ ছিল না। আরিয়ানের WhatsApp Chat থেকেও এমন কিছুই পাওয়া যায়নি, যার ভিত্তিতে দাবি করা যায় যে কোনও আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে তাঁর যোগ রয়েছে। এখানেই শেষ নয়, NCB-র তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কেন আরিয়ানের জেরার কোনও ভিডিয়ো ডকুমেন্টেশন নেই, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে SIT।