আরও পড়ুন- শ্যুটিং ছেড়ে দিল্লি ফিরলেন মনোজ বাজপেয়ী, আচমকাই পিতৃহারা 'ফ্যামিলি ম্যান'!
এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এক দিনের জন্য অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে ৷ ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস ও এমডিএমএ এবং ১ লক্ষ ৩৩ হাজার টাকা ক্যাশ হিসেবে উদ্ধার হয় জাহাজে ৷ এই অপারেশনে ছিলেন ৮ জন ৷ শাহরুখ পুত্রের পাশাপাশি এনসিবির হেফাজতে বাকিরা হলেন, নুপূর সাতিজা, ইশমিত সিং চড্ডা, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া এবং বিক্রান্ত ছোকার ৷ এদেরকে আজ আদালতে তোলা হবে বলে এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ৷
advertisement
তবে সূত্রের খবর, শাহরুখ পুত্র আরিয়ান খানকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে রাখবে না এনসিবি। এর ফলে আজ, সোমবার আরিয়ানের আইনজীবী হয়তো জামিনের আবেদন করবেন। সোমবার হয়তো বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন করা হতে পারে আরিয়ানকে। তখনই জামিন চাইবেন আরিয়ানের আইনজীবী। এমনটাই জানা গিয়েছে ৷
আরও পড়ুন- মোনোকিনি পরে মলদ্বীপ থেকে ছবি পোস্ট! শুভশ্রীকে নতুন রূপে দেখে কী বলছে নেটিজেন
আপাতত এনসিবির ব্যালার্ড এস্টেটের অফিসে রয়েছেন শাহরুখ খানের ছেলে। আরিয়ান ছাড়াও গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট এবং দিল্লির ফ্যাশন ডিজাইনার মুনমুন ধামেচাকে।
শনিবার রাত থেকেই টানা জিজ্ঞাসাবাদ চলে আরিয়ানের। এনসিবি সূত্রের খবর, ১৬ ঘণ্টার দীর্ঘ জেরার পর অবশেষে ওই বিলাসবহুল ক্রুসে মাদক নেওয়ার কথা কবুলও করেন আরিয়ান। তিনি জানান, এর আগে কখনও এমন কিছু করেননি তিনি ৷ গ্রেফতারের পর আরিয়ানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ৷