TRENDING:

KK Dies in Kolkata: বিতর্ক, পার্টি থেকে দূরে থাকতেন! শৃঙ্খলাপরায়ণ কেকে-র পরিণতিতে হতবাক শিল্পীরা

Last Updated:

মানুষ কেকে-র মধ্যে যে কোনও তারকা সুলভ অহমিকা ছিল না, তাও স্বীকার করছেন তাঁর সতীর্থ এবং ভক্তরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিতর্কে থাকতেন না, খাওয়া দাওয়া থেকে শুরু করে স্বাস্থ্য সম্পর্কেও ছিলেন প্রবল সচেতন৷ শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করা সেই কেকে-ই যে এরকম আকস্মিক ভাবে চলে যাবেন, তা ভাবতেও পারছেন না সঙ্গীত জগতে তাঁর সতীর্থরা৷
নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই তিনি অসুস্থতা বোধ করেন বলে খবর। নির্ধারিত সময়ের আগেই মঞ্চ ছাড়েন কে কে। ফিরে যান হোটেলে।
নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই তিনি অসুস্থতা বোধ করেন বলে খবর। নির্ধারিত সময়ের আগেই মঞ্চ ছাড়েন কে কে। ফিরে যান হোটেলে।
advertisement

গায়ক এবং সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, 'কে কে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করত৷ খাওয়া দাওয়ার বিষয়েও ভীষণ সচেতন ছিল৷ পরিবার নিয়ে সময় কাটােত ভালবাসত৷ ও যে এভাবে চলে যাবে, বিশ্বাস করতে পারছি না৷ কত স্মৃতি ভিড় করছে৷' কেকে-র সমসাময়িক শিল্পীরাও স্বীকার করছেন, গানটা হৃদয় দিয়ে গাইতেন কেকে৷

আরও পড়ুন: প্রচণ্ড ঘামছিলেন, বারবার স্টেজ-এর স্পটলাইট বন্ধ করতে বলছিলেন কেকে

advertisement

মানুষ কেকে-র মধ্যে যে কোনও তারকা সুলভ অহমিকা ছিল না, তাও স্বীকার করছেন তাঁর সতীর্থ এবং ভক্তরা৷ অনুষ্ঠানের আগে পরে সহজেই মিশে যেতেন ভক্তদের সঙ্গে৷ অকাতরে বিলোতেন অটোগ্রাফ, তুলতেন সেলফি৷

আরও পড়ুন: হাসপাতালে পৌঁছলেন অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়! কলকাতায় আসছেন কেকে-র পরিবার

গায়ক এবং বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়ও কেকে-র মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে যান৷ স্মৃতিচারণা করে বাবুল বলেন, 'কেকে একেবারে অন্যরকম ছিল৷ পার্টি করতে একেবারেই পছন্দ করত না৷ মুম্বাই দশ- পনেরো দিন গানের রেকর্ডিং করেই কোথাও ছুটি কাটাতে চলে যেত৷ কয়েকদিন আগে মুম্বাইতে এক প্রযোজকের দেওয়া নৈশভোজে দেখা হয়েছিল৷ গান, গল্প হল৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিধ্বস্ত বাবুল আরও বলেন, 'আমার থেকে মাত্র দু' বছরের বড়৷ ও সঙ্গীত জগতকে আরও অনেক কিছু দিতে পারত৷ করোনার পর যে জীবন যে কতখানি অনিশ্চিত, তা আবারও প্রমাণিত হল৷'

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
KK Dies in Kolkata: বিতর্ক, পার্টি থেকে দূরে থাকতেন! শৃঙ্খলাপরায়ণ কেকে-র পরিণতিতে হতবাক শিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল