এরই মাঝে সলিল চৌধিরীর গানের থেকেই অণুপ্রেরণা নিচ্ছেন বেশ কিছু শিল্পী। সেই গানই এই কঠিন সময় শ্রোতাদের উপহারে বদ্ধ পরিকর ভারত বাংলাদেশের বেশ কিছু শিল্পী। সলিল চৌধুরীর 'ও আলোর পথ যাত্রী' গানটি আবারও কঠিন সময় মনোবল বাড়ানোর কাজ করবে। শিল্পী রকেট মন্ডলের সলিল চৌধুরীর সঙ্গে কাজ করার সুবাদে তিনি নিজেই দুই দেশের ১২ জন শিল্পীকে একত্রিত করে অনলাইনেই এই গানটি নিয়ে এসেছেন । "সলিলদার গণ সঙ্গীত সবসময়ই অনুপ্রেরণা জোগায়। এই গানটি তেমনই একটি গান।আমি যখন সব সহশিল্পীদের এই প্রজেক্টের কথা জানাই তাঁরা এক কথায় রাজি হয়ে যায়। করোনা পরবর্তী পরিস্থিতিতে মানুষের জীবনে আমূল বদল আসতে চলেছে। কত মানুষ রোজগারের পথ হারিয়েছেন। কত মানুষ আগামী দিনেও হয়ত সমস্যাতে পড়বেন তখন এই গানই হয়তো মানসিক ভাবে ভেঙে পড়া মানুষগুলোকে সাহস জোগাবে।" জানান শিল্পী রকেট মন্ডল।
advertisement
প্রসঙ্গত এই গানটি 'ঘুম ভাঙার গান' অ্যালবামে মুক্তি পায় প্রথম। স্বাধীন পরবর্তী ভারতে দেশের মানুষের কাছে অনুপ্রেরণার গান ছিল এটি। তারপরে এতো বছর বাদেও সেই গানই আবার অনুপ্রেরণা হয়ে রয়েছে বহু মানুষের কাছেই।