TRENDING:

Armaan Kohli : নিষিদ্ধ মাদক মজুতকাণ্ডে গ্রেফতার অভিনেতা আরমান কোহলি

Last Updated:

এনসিবি তল্লাশি চালায় অভিনেতা আরমান কোহলির (Armaan Kohli) মুম্বইয়ের জুহুর বাড়িতে ৷ এরপর নিষিদ্ধ মাদক মজুত করে রাখার অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেতা তথা প্রাক্তন এই বিগ বস প্রতিযোগীকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-র জালে আরও এক অভিনেতা ৷ শনিবার এনসিবি তল্লাশি চালায় অভিনেতা আরমান কোহলির (Armaan Kohli) মুম্বইয়ের জুহুর বাড়িতে ৷ এরপর নিষিদ্ধ মাদক মজুত করে রাখার অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেতা তথা প্রাক্তন এই বিগ বস প্রতিযোগীকে ৷
advertisement

তবে এটা প্রথম ঘটনা নয় ৷ এর আগেও বেআইনি কাজে জড়িয়ে পড়েছিলেন তিনি ৷ ২০১৮ সালেও গ্রেফতার হয়েছিলেন আরমান ৷ সে বার তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৪১ টি স্কচ হুইস্কির বোতল ৷ যা ছিল আইনবিরুদ্ধ ৷

বান্ধবী নীরু রন্ধওয়াকে শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগেও অভিযুক্ত হন আরমান ৷ ফ্যাশন ডিজাইনার নীরুর সঙ্গে আরমানের প্রেমঘটিত সম্পর্ক ছিল ২০১৫ থেকে ২০১৮ অবধি ৷ সম্পর্কের কুশ্রী পর্ব পেরিয়ে তাঁরা বিচ্ছিন্ন হন ৷ পরে অবশ্য আরমানের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়েছিলেন নীরু ৷ ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে নীরু ছিলেন আরমানের স্টাইলিস্ট ৷ তবে বেশ কিছু দিন তাঁদের সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন এই তারকা জুটি ৷ তাঁদের সম্পর্কের যে এই করুণ পরিণতি হবে, ভাবতে পারেননি অনুরাগীরাও ৷

advertisement

আরমানের পাশাপাশি শনিবার মাদককাণ্ডে এনসিবি গ্রেফতার করে টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিতকেও ৷ গত কয়েক মাস ধরে তাঁর খোঁজে তল্লাশি চলছিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এর আগে এপ্রিল মাসে অভিনেতা আজাজ খান এবং আরও কয়েক জনকে মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাঁদের জেরাতেই গৌরবের নাম উঠে আসে ৷ সংবাদ সংস্থার খবর, গ্রেফতারের পর অভিনেতাকে এনসিবি কাস্টডিতে পাঠানো হয়েছে ৩০ অগাস্ট অবধি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Armaan Kohli : নিষিদ্ধ মাদক মজুতকাণ্ডে গ্রেফতার অভিনেতা আরমান কোহলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল