করোনার (coronavirus) দ্বিতীয় ঢেউতে ফের দেশে উদ্বেগ বাড়ছে। প্রথম বারের থেকেও বেশি ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস। এই ভাইরাসে প্রতিদিন ফের হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। এই সময় সকলকে আরও সাবধানতা মানতে হবে। বলিউডে করোনার প্রথমবারেই অনেকে আক্রান্ত হয়েছেন। সে সময় করোনা অনেক প্রাণ কেড়ে নিয়েছে। এবার দ্বিতীয় ঢেউ গত বারের থেকেও বেশি প্রভাব ফেলেছে বলিউডে।
কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, ভিকি কৌশল, রণবীর কাপুর, আমির খানের মতো বহু অভিনেতা। তাই আতঙ্ক বাড়ছে। যদিও এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। আজই করোনায় আক্রান্ত হয়েছেন বলি অভিনেতা সোনু সুদও (sonu sood) । সোনু এমন একজন মানুষ যিনি করোনাকালে সব থেকে বেশি মানুষের পাশে থেকেছেন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছানো থেকে সব রকম সাহায্য তিনি করেছেন। শুধু পর্দায় নন সোনু বাস্তবের নায়ক। সেই সোনুও মুক্তি পাননি করোনার কবল থেকে। এবার ফের অর্জুন রামপালের করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে। তবে অর্জুন (Arjun Rampal) জানিয়েছেন তিনি সব রকম ডাক্তারি পরামর্শ মেনে চলছেন। তাঁর ভক্তরা অভিনেতার দ্রুত সুস্থতার কামনা করেছেন।