সদ্য প্রকাশ্যে এসেছে ছবির চরিত্রদের লুক।
ছবিটি মূলত মিউজিক্যাল রোম্যান্টিক প্রেমের কাহিনি। অনির্বাণকে দেখা যাবে একজন সঙ্গীতকারের চরিত্রে। কয়েক দিন আগেই ছবির প্রচার ঝলকে দেখা যায়। শোনা যায়, অভিনেতার কণ্ঠ।
আরও পড়ুন: রওনা হওয়ার সময়ে গাড়ি পর্যন্ত ছাড়তে এলেন অরিজিৎ, আমার তো হাত পা অবশ! বললেন ইমন
advertisement
আরও পড়ুন: শীতের রাতে কালনার রাস্তায় গান, মহীনের তাপসের চিকিৎসার খরচ তুলতে শিল্পীদের প্রয়াস
'গুপ্তধন' ফ্র্যাঞ্চাইজের সুবাদে ইশা-অর্জুনের জুটি দর্শকের পছন্দের। এই ছবিতে আরও একবার একসঙ্গে কাজ করলেন তাঁরা। অর্জুনের চরিত্রটি একজন ধ্রুপদী সঙ্গীতশিল্পীর। ইশাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে।
এই ছবিটি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নিউজ18 বাংলাকে ইশা বলেছিলেন, "পরমাদির এই ছবিটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। অনির্বাণদা আর অর্জুনের সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে।" চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ছবিটি।