সম্পর্ক নিয়ে অবশ্য সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর ছোট ছেলে প্রথম থেকেই অকপট ৷ সৃজা তাঁর স্কুলের বান্ধবী ৷ হাই স্কুলে পড়ার সময় থেকেই সূত্রপাত প্রেমের ৷ অনুরাগিণীদের হৃদয় ভেঙে গেলেও অভিনয়জীবনের শুরু থেকেই প্রেমকে তিনি গোপন করেননি ৷
২০১৫-র ৬ জুন এনগেজমেন্ট হয় অর্জুন-সৃজার ৷ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদানে বাঁধা পড়েন তাঁরা ৷ বিয়ে পরের বছর ১০ মার্চ ৷ কবে থেকে তাঁদের প্রেম শুরু হয়েছে, নির্দিষ্ট দিন আজ আর মনে নেই ৷ তবে প্রথম মুভি-ডেট মনে আছে বিলক্ষণ ৷ কলেজের ক্লাস ফাঁকি দিয়ে দেখতে গিয়েছিলেন ‘রক অন’ ৷
advertisement
অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুল এবং সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী অর্জুন মাস কমিউনিকেশন ও ভিডিয়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেন ৷ অভিনয়ের সূত্রপাত ‘গানের ওপারে’ ধারাবাহিকে গোরার চরিত্রে ৷ অন্যধারার এই ধারাবাহিকে ‘পুপে’ মিমি চক্রবর্তীর বিপরীতে ‘গোরা’ অর্জুনের জুটি ছিল দর্শকদের মনের কাছেই ৷
প্রথম ছবিতেও আত্মপ্রকাশ মিমির বিপরীতেই ৷ ২০১২ সালে মুক্তি পেয়েছিল অর্জুনের প্রথম ছবি ‘বাপি বাড়ি যা’৷ এর পর ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘বঙ্কুবাবু’, ‘ওয়ান’, ‘গুপ্তধনের সন্ধানে’, ‘ক্রিসক্রস’, ‘ব্যোমকেশ গোত্র’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘লভ আজ কাল পরশু’-সহ বহু বক্সঅফিস সফল ছবির নায়ক তিনি ৷ বহু প্রতীক্ষিত ছবি ‘অভিযাত্রিক’-এ তিনি অভিনয় করেছেন অপুর ভূমিকায় ৷ ছবিটি মুক্তি পাবে এ বছর ৷ এই ছবিতে বাবা-ছেলের যুগলবন্দি দেখা যাবে ৷ সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেছেন শঙ্করের ভূমিকায় ৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর দুই চরিত্র অপুর এবং শঙ্কর একই ফ্রেমে ধরা দেবে ‘অভিযাত্রিক’-এ ৷