TRENDING:

পরমব্রত-ইশা গাইবেন ‘ঘরে ফেরার গান’, শহরে মুক্তির আগেই লন্ডন স্ক্রিনিংয়ে প্রশংসা!

Last Updated:

১৭ই মার্চ বড় পর্দায় মুক্তি পাবে "ঘরে ফেরার গান"। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১৭ই মার্চ বড় পর্দায় মুক্তি পাবে "ঘরে ফেরার গান"।  একেবারে অন্য ধারার এই  ছবিতে জুটি বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা।পরিচালক অরিত্র সেনের পরিচালনায় "এস কে মুভিস" এর ব্যানারে বড়  পর্দায় মুক্তি পাবে "ঘরে ফেরার গান"।
পরমব্রত-ইশা গাইবেন ‘ঘরে ফেরার গান’, শহরে মুক্তির আগেই লন্ডন স্ক্রিনিংয়ে প্রশংসা!
পরমব্রত-ইশা গাইবেন ‘ঘরে ফেরার গান’, শহরে মুক্তির আগেই লন্ডন স্ক্রিনিংয়ে প্রশংসা!
advertisement

এ ছবি আক্ষরিক অর্থেই যেন ঘরে ফেরা। দুই প্রবাসী বাঙালির প্রেম ও গান-বাজনা নিয়ে তৈরি ছবি "ঘরে ফেরার গান", যার সিংহভাগের শ্যুটিং হয়েছে লন্ডনের আনাচেকানাচে। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক অরিত্র সেন। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ইশা সাহা। ছবিতে ইমরানের চরিত্রে দেখা যাবে পরব্রত চট্টোপাধ্যায়কে।  ও ছবিতে তোড়া চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইশা সাহা।

advertisement

আরও পড়ুন: আসছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘বারাণসী জংশন’, জিৎ-অমৃতার সঙ্গে গঙ্গাদর্শন ওটিটিতে

ছবির বেশ কিছু অংশ শ্যুটিং হয়েছে বর্ধমান রাজবাড়িতে। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানান "আমার চরিত্রটি দেশ ও বিদেশের মধ্যে বিভক্ত বলা যায়। দীর্ঘ সময় ধরে সে শুধু দেশ ছাড়া নয়, আপনজনদের থেকেও দূরে সরে গিয়েছে। মুর্শিদাবাদের এক বর্ধিষ্ণু পরিবারের সন্তান ইমরান। ঘটনাচক্রে বাড়িতে ফিরতে হয় তাঁকে, আর সেখানেই গল্পের মোড় ঘোরে। গল্পের নায়িকা তোড়াও গানবাজনার মানুষ। ইমরানের সঙ্গে যোগসূত্র সেখান থেকেই"।

advertisement

পরিচালক অরিত্র সেন জানিয়েছেন,  "ঘরে ফেরার গান" একটি সম্পর্কের গল্প। সঙ্গীতের মাধ্যেমে বোনা এক জীবনের গল্প এই ছবি। এই ছবিতে চরিত্ররা স্থিতাবস্থাকে মেনে নেওয়ার পরিবর্তে চ্যালেঞ্জ করে। যেখানে ইমরান ও তোড়া ছবির মূল কেন্দ্র চরিত্র। যেহেতু আমি যুক্তরাজ্যে(UK) বহুদিন ছিলাম,সেই অভিজ্ঞতার কারণে আমি সেখানে বসবাসকারী বাঙালিদের সম্পর্কে ভাল ভাবে পরিচিত। এই ছবি নিখাদ একটা সম্পর্কের গল্প বলবে"।

advertisement

ইতিমধ্যেই গত জুলাই মাসে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে" প্রিমিয়ার হয়েছে "ঘরে ফেরার গান" ছবিটি । অন্যদিকে পরিচালক অরিত্র সেন এর পরিচালনায় "শহরের উষ্ণতম দিন" ছবিটি প্রিমিয়ার হয়েছিল "কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে" ও সম্প্রতি তাঁর আরও এক নতুন ছবি "প্রান্তিক"-এর শ্যুটিং শেষ হয়েছে । তবে "ঘরে ফেরার গান" পরিচালকের  প্রথম বড় পর্দায় মুক্তি পাওয়া ছবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উমা ও শ্যামার আরাধনা একইসঙ্গে হয় এই মন্দিরে, ২৬৯ বছর ধরে বহু ইতিহাসের সাক্ষী এই পুজো!
আরও দেখুন

ছবির সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস ও সমাদীপ্তা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
পরমব্রত-ইশা গাইবেন ‘ঘরে ফেরার গান’, শহরে মুক্তির আগেই লন্ডন স্ক্রিনিংয়ে প্রশংসা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল