এই ঘটনাকেই প্রেক্ষাপট বানিয়ে পরিচালক অরিন্দম শীল আনতে চলেছেন নতুন ছবি ‘ধনঞ্জয়’ ৷ ছবিটি মুক্তি পাবে অগস্ট মাসের ১১ তারিখ ৷ সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷ অরিন্দম শীলের এই ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তী, অনির্বান ভট্টাচার্য, কৌশিক সেনকে ৷
Location :
First Published :
July 04, 2017 4:45 PM IST