TRENDING:

অরিজিৎ সিং-এর শো হচ্ছে, একই তারিখে ইকোপার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায়

Last Updated:

শুধুমাত্র ভেন্যু-তেই পরবর্তন হচ্ছে, অনুষ্ঠান সূচিতে কোনও বদল হচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অরিজিৎ সিং-এর অনুষ্ঠান ইকোপার্কের পরিবর্তে একই তারিখে অ্যাকোয়াটিকায় অনুষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠান আয়োজকদের সূত্র মারফৎ খবর, শুধুমাত্র ভেন্যু-তেই পরবর্তন হচ্ছে, অনুষ্ঠান সূচিতে কোনও বদল হচ্ছে না।
advertisement

অরিজিৎ সিং, বলিউড এই গায়কের গুণমুগ্ধ ভক্তের সংখ্যা অগণিত। দেশে এমনকি বিদেশেও তার কন্ঠের গান শুনতে হাজার হাজার টাকা খরচ করেন অরিজিৎ-প্রেমীরা। তবে বাঙালি খ্যাতনামা এই সংগীত শিল্পীর ভক্তেদের একটা বড় অংশ রয়েছে কলকাতাতেই। শিল্পীও বাঙালি হওয়ায় বাড়তি আবেগে ভাসেন ভক্তরা। নতুন বছরে সেই অরিজিৎ সিং-এর গানের অনুষ্ঠান হওয়ার কথা কলকাতায়। চড়া দামের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে অনেকটাই। টিকিটের চড়া দাম নিয়েও তৈরি হয়েছিল নানা বিতর্ক।

advertisement

২৫০০-৫০,০০০-এর উর্ধ্বে টিকিট বিক্রির ঘোষণা করা হয়েছিল। অনেকেই কিনেছিলেন টিকিট। নতুন বছরে আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার ইকো পার্কের এই গানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, অনুষ্ঠান নিয়ে ঘনিয়েছে আশঙ্কার মেঘ। হিডকোর তরফে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের জন্য বুক করার অগ্রিম ৫,০০,০০০ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। মাথায় হাত ওঠে আয়োজক সংস্থার! তবে কি বাতিল হবে যাবে শো? কিন্তু শেষ পর্যন্ত শঙ্কার কালো মেঘ কাটল। শো বাতিল হচ্ছে না, একই তারিখে ইকো পার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায় অনুষ্ঠিত হতে চলেছে অনুষ্ঠান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

অতীতে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠান ইকো পার্কে অনুষ্ঠিত হলেও, কেন এ বছর সেই অনুষ্ঠান করতে রাজি নয় হিডকো কর্তৃপক্ষ তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে, হিডকোর তরফে জানা গিয়েছে, বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য ইকো পার্কের ক্ষতি হয়েছে আগেও। পাশাপাশি অরিজিৎ ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তাই বাড়তি ঝুঁকি সামলাতে হবে প্রশাসন ও ইকোপার্ক কর্তৃপক্ষকে। অন্যদিকে, সূত্র মারফৎ খবর, কলকাতায় শো করতে সলমন খান আসছেন। সম্ভবত, মার্চ মাসেই কলকাতায় আসবেন 'ভাইজান'।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অরিজিৎ সিং-এর শো হচ্ছে, একই তারিখে ইকোপার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল