বেশ কিছুদিন আগে একটি শো-এর আগে এক সঞ্চালক অরিজিৎ সিংকে প্রশ্ন করেছিলেন, অনেক ভক্ত আপনার সঙ্গে দেখা করতে চায়! তারা কীভাবে আপনার কাছে পৌঁছবে! অরিজিৎ উত্তরে বলেছিলেন, আমার সঙ্গে দেখা করা কোনও ব্যাপার নয়। যে কোনও দিন যে কোনও জায়গায় আমার সঙ্গে যে কারও দেখা হতে পারে!
আরও পড়ুন- কোটি কোটি টাকার মালিক, কিন্তু 'এই' একটা কাজ অরিজিৎ সিং জীবনে কখনও করবেন না
advertisement
কথাটা ভুল বলেননি এই মুহূর্তে দেশের অন্যতম সফল গায়ক। যে কোনও জায়গায় তাঁকে আমজনতার মতো দেখা যেতেই পারে। তাঁর গায়ে সেলেব্রিটি ট্যাগ লেগেছে। তবে সেই ট্যাগ-এর ছাপ তিনি মনে পড়তে দেননি। পাড়ায় অনেকেই তাঁকে ডাকেন সোমু নামে। জিয়াগঞ্জের সোমু একই রকম রয়ে গিয়েছেন।
এবার অরিজিৎ সিং-এর ফ্যান পেজ থেকে একটি ছবি পোস্ট করা হল, যা দেখে অনেকেই অবাক। অনেকেই হয়তো জানেন, অরিজিৎ সিং এখনও চার চাকা গাড়িতে তেমন চড়েন না। জানা যায়, তাঁর নিজস্ব কোনও চার চাকা গাড়িই নাকি নেই! বেশিরভাগ সময়টাতেই তিনি স্কুটিতে চেপে ঘুরে বেড়ান।
দোলের দিন অরিজিৎ সিং ঘুরলেন স্কুটিতে চেপেই। রং মেখে ভূত। পিছনে বসালেন এক বন্ধুকে। তার পর ঘুরে বেড়ালেন এ গলি ও গলি। সেই ছবি দেখে আপনি অবাক হতে পারেন। এত সফল একজন গায়ক কিনা পাড়ার আর পাঁচটা ছেলের মতো দোলে রং মেখে ঘুরে বেড়ালেন!
আরও পড়ুন- বল্লভপুর থেকে প্রজাপতি, দোস্তজী থেকে চিনার পাতা, বাংলা ফিল্মফেয়ারে জয়ীদের তালিকা
অরিজিৎ সিংয়ের সেই ছবি এখন ভাইরাল। অনেকেই বলছেন, আসল সাফল্য এমনই হয়। নির্বিকার, মাটিতে পা রেখে চলতে পারলেই তো আসল সাফল্য!