Arijit Singh Secret Wish|| কোটি কোটি টাকার মালিক, কিন্তু 'এই' একটা কাজ অরিজিৎ সিং জীবনে কখনও করবেন না, কী সেই সিক্রেট?

Last Updated:
Arijit Singh Secret Wish: অরিজিৎ সিং আজও জিয়াগঞ্জের পাড়ার ছেলে। স্ত্রী, সন্তানদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন একেবারে সাধারণের মতো। ছেলেকে স্কুলে দিতে যান স্কুটি চালিয়ে।
1/8
*অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলেটা এখন সারা দেশের সঙ্গীত প্রিয় মানুষের চোখের মণি। যে গানই তাঁর গলা থেকে বেরোয়, তাতে ডুবে যান দেশবাসী। লুপে চলতে থাকে তাঁর গাওয়া বাংলা বা হিন্দি গান। তাঁকে নিয়ে গর্বের শেষ নেই মুর্শিদাবাদবাসীরও। কারণ, অরিজিৎ সিং যে তাঁদেরই ছেলে। সংগৃহীত ছবি। 
*অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলেটা এখন সারা দেশের সঙ্গীত প্রিয় মানুষের চোখের মণি। যে গানই তাঁর গলা থেকে বেরোয়, তাতে ডুবে যান দেশবাসী। লুপে চলতে থাকে তাঁর গাওয়া বাংলা বা হিন্দি গান। তাঁকে নিয়ে গর্বের শেষ নেই মুর্শিদাবাদবাসীরও। কারণ, অরিজিৎ সিং যে তাঁদেরই ছেলে। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*ফেম গুরুকুল রিয়েলিটি শো থেকে উঠে আসা অরিজিৎ সিং অরিজৎ সিং ২০০৯ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন 'মার্ডার ২'-এ গান গেয়ে, ২০১১ সালে মুক্তি পায় সিনেমা। তার পরের বছর তিনি প্রীতমের চারটি ছবির গানে কাজ করেন। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। সংগৃহীত ছবি। 
*ফেম গুরুকুল রিয়েলিটি শো থেকে উঠে আসা অরিজিৎ সিং অরিজৎ সিং ২০০৯ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন 'মার্ডার ২'-এ গান গেয়ে, ২০১১ সালে মুক্তি পায় সিনেমা। তার পরের বছর তিনি প্রীতমের চারটি ছবির গানে কাজ করেন। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*বলিউড বা টলিউড বহু শিল্পীর জন্ম দিয়েছে। পসার পেয়েছেন বহু শিল্পী। কেউ কেউ আবার হারিয়ে গিয়েছেন চিরতরে। তবে অরিজিৎ অনন্য বললে ভুল হয় না। অনেকেই বলেন, তাঁর কণ্ঠে মা সরস্বতীর বাস। শুধু গান নয়, অরিজিৎ সিং মানুষ হিসেবেও ব্যতিক্রমী। এত পসারের পরের তাঁর জীবনধারণ মানুষকে অবাক করে। সংগৃহীত ছবি। 
*বলিউড বা টলিউড বহু শিল্পীর জন্ম দিয়েছে। পসার পেয়েছেন বহু শিল্পী। কেউ কেউ আবার হারিয়ে গিয়েছেন চিরতরে। তবে অরিজিৎ অনন্য বললে ভুল হয় না। অনেকেই বলেন, তাঁর কণ্ঠে মা সরস্বতীর বাস। শুধু গান নয়, অরিজিৎ সিং মানুষ হিসেবেও ব্যতিক্রমী। এত পসারের পরের তাঁর জীবনধারণ মানুষকে অবাক করে। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*সুমধুর কন্ঠের জন্য খুব কম সময়ের নিজের জায়গা তৈরি করে ফেলেছিলেন অরিজিৎ। কিন্তু তারকা হলেও অরিজিৎ অন্যদের থেকে একেবারে আলাদা। সংগৃহীত ছবি। 
*সুমধুর কন্ঠের জন্য খুব কম সময়ের নিজের জায়গা তৈরি করে ফেলেছিলেন অরিজিৎ। কিন্তু তারকা হলেও অরিজিৎ অন্যদের থেকে একেবারে আলাদা। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*অরিজিৎ সিং আজও জিয়াগঞ্জের পাড়ার ছেলে। স্ত্রী, সন্তানদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন একেবারে সাধারণের মতো। ছেলেকে স্কুলে দিতে যান স্কুটি চালিয়ে। পাড়ার দোকানে চা খান, বন্ধুদের বিয়েতে নাচেনও। সংগৃহীত ছবি। 
*অরিজিৎ সিং আজও জিয়াগঞ্জের পাড়ার ছেলে। স্ত্রী, সন্তানদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন একেবারে সাধারণের মতো। ছেলেকে স্কুলে দিতে যান স্কুটি চালিয়ে। পাড়ার দোকানে চা খান, বন্ধুদের বিয়েতে নাচেনও। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন। জিয়াগঞ্জের তাঁর পুরনো বাড়িতেই থাকতে ভালবাসেন। তাই অরিজিৎ ভক্তরা জিয়াগঞ্জ গেলে মাঝেমধ্যে তাঁর দেখাও পেয়ে যান প্রিয় গায়কের। সংগৃহীত ছবি। 
*কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন। জিয়াগঞ্জের তাঁর পুরনো বাড়িতেই থাকতে ভালবাসেন। তাই অরিজিৎ ভক্তরা জিয়াগঞ্জ গেলে মাঝেমধ্যে তাঁর দেখাও পেয়ে যান প্রিয় গায়কের। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*এলাকায় স্কুটি নিয়েই যাতায়াত করেন অরিজিৎ। বহুবার ভক্তদের আবদারে তাদের সঙ্গে ছবিও তুলেছেন। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল বিশাল মিউজিক্যাল কনসার্টের। উত্তরবঙ্গেও একটি কনসার্ট রয়েছে। সংগৃহীত ছবি। 
*এলাকায় স্কুটি নিয়েই যাতায়াত করেন অরিজিৎ। বহুবার ভক্তদের আবদারে তাদের সঙ্গে ছবিও তুলেছেন। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল বিশাল মিউজিক্যাল কনসার্টের। উত্তরবঙ্গেও একটি কনসার্ট রয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*কোটি কোটি টাকার মালিক হয়েও একটি কাজ কখনও করতে চান না অরিজিৎ সিং। আর তা হল, জিয়াগঞ্জ ছাড়তে চান না। অরিজিৎ নানা সময়ে জানিয়েছেন, পরিবারের সঙ্গেই থাকতে চান সবসময়। তাই প্রতিটা বিশেষ দিনে পরিবারের সঙ্গে থাকেন। পরিবারকে সময় দেন। তাই পরিবারের জন্য সব সময় জিয়াগঞ্জেই থেকে যেতে তিনি রাজি। সংগৃহীত ছবি।
*কোটি কোটি টাকার মালিক হয়েও একটি কাজ কখনও করতে চান না অরিজিৎ সিং। আর তা হল, জিয়াগঞ্জ ছাড়তে চান না। অরিজিৎ নানা সময়ে জানিয়েছেন, পরিবারের সঙ্গেই থাকতে চান সবসময়। তাই প্রতিটা বিশেষ দিনে পরিবারের সঙ্গে থাকেন। পরিবারকে সময় দেন। তাই পরিবারের জন্য সব সময় জিয়াগঞ্জেই থেকে যেতে তিনি রাজি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement