সূত্রের খবর,আজ বিকেল ৫ টা থেকেই শো শুরু হওয়ার কথা ছিল৷ অরিজিতের এই শো-এর টিকিটের দাম ছিল ১ হাজার থেকে ১৫ হাজার টাকা৷ ভিড় সামলাতে বিশাল পুলিশেরও ব্যবস্থা করা হয়েছিল৷ রাস্তায় জ্যাম এড়াতেও ট্র্যাফিকের ব্যবস্থা করা হয়েছিল৷ তবে শেষ মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই এই শো বাতিল করা হয়েছে৷ জানা গিয়েছে, অরিজিতের এই শো আগামী ৫ জুন হতে পারে৷ আয়োজকদের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আমরা আপনাদের জানাচ্ছি যে, বহু প্রত্যাশিত অরিজিৎ সিংয়ের কনসার্ট স্থগিত রাখা হচ্ছে৷ ভারী বৃষ্টির কারণে ভেন্যুর যা অবস্থা তাতে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি৷ এই পুরো ঘটনায় আমরা ক্ষমাপ্রার্থী৷ তবে এখনই এত ভয় পাওয়ার কিছু নেই, আমরা নতুন জায়গা খুঁজছি৷ নতুন তারিখ ঠিক হলেই আপনাদের জানাব৷ আপতত নয়া আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
আরও পড়ুন-তবে কি প্রেম ভাঙল সারা-শুভমনের! আনফলো করার পিছনে কি রয়েছে অন্য কোনও কারণ?
আরও পড়ুন-আসতে চলেছে সৌরভের বায়োপিক, কবে থেকে শুরু হবে শ্যুটিং, এল বিরাট খবর
দিনকয়েক আগে ঔরঙ্গাবাদের কনসার্টে গিয়েই এক মহিলা অনুরাগী গায়কের হাত ধরে টানতেই ব্যথা পান অরিজিৎ সিং, তারপরও শো বন্ধ না করে একটানা অনুষ্ঠান চালিয়ে যান৷ ভক্তের উপরে চটে না গিয়ে তাকে বোঝান গায়ক৷ ইতিমধ্যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ তবে সেই শো শেষ করেই হাসপাতালে ছুটতে হয়েছিল অরিজিৎ সিংকে৷ বিশ্রামের পরামর্শ পেয়েছিলেন গায়ক৷