Sourav Ganguly Biopic: আসতে চলেছে সৌরভের বায়োপিক, কবে থেকে শুরু হবে শ্যুটিং, এল বিরাট খবর

Last Updated:

Sourav Ganguly Biopic: দীর্ঘদিন পর এবার সামনে এল সুখবর৷ ভক্তদের জন্য খুশির খবর শোনালেন ছবির প্রযোজক৷ ২০২৩ সালের শেষ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং৷

মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে এই মুহূর্তে জোরদার জল্পনা চলছে। খুব শীঘ্রই আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক।প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জোরকদমে প্রস্তুতি চলছে । ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও প্রশাসক সৌরভের জীবনী দেখতে সকলেই মুখিয়ে রয়েছেন। তবে সৌরভের চরিত্রে কে অভিনয় করছেন, তা নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই।
দীর্ঘদিন পর এবার সামনে এল সুখবর৷ ভক্তদের জন্য খুশির খবর শোনালেন ছবির প্রযোজক৷ ২০২৩ সালের শেষ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং৷ একথা খোদ জানালেন ছবির প্রযোজক৷ জানা গিয়েছে, সৌরভের বায়োপিকের প্রযোজনা করবেন লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ৷ গত শুক্রবার ২৬ মে মহারাজার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন৷ বিগত কয়েকদিন ধরেই তাঁরা কলকাতাতেই আছেন৷ আরও জানা গিয়েছে, দাদার সঙ্গে ছবি নিয়ে প্রায় অনেকক্ষণ কথাও বলেন চিত্রনাট্য দিয়ে৷ ফাইনাল আলোচনার পরই বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ শুরু করতে চান নির্মাতারা৷ সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে কিংবা ২০২৪ সালের জানুয়ারি মাসেই শুরু হবে ছবির শ্যুটিং৷
advertisement
advertisement
ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের যে নিবিড় সম্পর্ক রয়েছে, তা সকলেরই জানা। রাজনৈতিক চরিত্র থেকে, রূপোলি পর্দার অভিনেতা- অভিনেত্রী, খেলোয়াড়, সবাইকে নিয়েই বায়োপিকে মজেছে বলিউড। এর আগেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিকও বক্সঅফিসে সাড়া ফেলেছিল। সচীন তেন্ডুলকরের তথ্যচিত্রও বেশ জনপ্রিয় হয়েছিল। এবার পালা ‘দাদা’র। আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। সবচেয়ে বড় বিষয় হল,সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করেছেন,তা নিয়েই উত্তাল নেটদুনিয়া। অনেকদিন ধরেই মহারাজার বায়োপিক নিয়ে জল্পনা চলছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে গেলে যে একাধিক চ্যালেঞ্জ নিতে হবে। সৌরভকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার বায়োপিকে কাকে দেখতে চান?সৌরভের উত্তর ছিল রণবীর কাপুর। যদিও প্রাক্তন অধিনায়কের মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে এখনও জল্পনা বাড়ছে অনুরাগী মহলে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sourav Ganguly Biopic: আসতে চলেছে সৌরভের বায়োপিক, কবে থেকে শুরু হবে শ্যুটিং, এল বিরাট খবর
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement