TRENDING:

Arijit Singh In Forest: প্রতি গানে ২০ লক্ষ টাকা চার্জ! রাতে আউশগ্রামের জঙ্গলে অরিজিৎ সিং, চোখ কপালে সকলের

Last Updated:

Arijit Singh In Jungle: এ বোধহয় তাঁর পক্ষেই সম্ভব। তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। গোটা বিশ্ব তাঁর গলার জাদুতে মুগ্ধ। তাঁর এক একটা কনসার্টের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শ্রোতারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: এ বোধহয় তাঁর পক্ষেই সম্ভব। তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। গোটা বিশ্ব তাঁর গলার জাদুতে মুগ্ধ। তাঁর এক একটা কনসার্টের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শ্রোতারা। সেই অরিজিৎ সিংকে মঙ্গলবার রাতে পাওয়া গেল পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে। সঙ্গে নিরাপত্তা রক্ষী রাখার বালাই নেই। সঙ্গীদের নিয়ে ঘুরলেন জঙ্গলে। চোখের সামনে দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে দেখে অবাক হলেন সকলেই। তাঁদের সঙ্গে হেসে কথা বললেন অরিজিৎ। কুশল বিনিময় করলেন। ছবিও তুললেন তাঁদের সঙ্গে। আবারও প্রমাণ করলেন, বরাবর মাটির কাছাকাছি থাকতেন পছন্দ করেন জিয়াগঞ্জের বাসিন্দা তারকা অরিজিৎ।
রাতে আউশগ্রামের জঙ্গলে অরিজিৎ সিং!দেখে অবাক সকলেই
রাতে আউশগ্রামের জঙ্গলে অরিজিৎ সিং!দেখে অবাক সকলেই
advertisement

মঙ্গলবার রাত তখন আটটা। আউশগ্রামের জঙ্গলে গাড়ি থেকে নামলেন কয়েকজন। তাঁদের মধ্যে গায়ক অরিজিৎ সিংকে দেখে অবাক সকলেই। পূর্ব বর্ধমানের আউশগ্রামের মৌখিড়া জমিদার বাড়ির কাছে আসেন তিনি। ঘুরে দেখেন জঙ্গল মহলের কালিকাপুর রাজবাড়িও। ছবিও তোলেন স্থানীয়দের সঙ্গে। তাঁকে নিরাপত্তা রক্ষী ছাড়াই জঙ্গলের বিভিন্ন রাস্তায় ঘুরতে দেখে অবাক হন সকলেই। বোলপুর থেকে হঠাৎই আউশগ্রামে আসেন তিনি। একটি নতুন ছবির শুটিংয়ের জন্য স্পট খুঁজতে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, বোলপুরে থেকে তিনি কয়েক দিন ধরেই ইলামবাজার সংলগ্ন অঞ্চলে শুটিংয়ের জন্য জায়গা খুঁজছেন। সেজন্যই তাঁর আউশগ্রামের জঙ্গলে আসা। ওয়া গেল পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে।

advertisement

আরও পড়ুন – Real Reasons For India’s Loss: পাঁচ-পাঁচটা শতরান ভারতীয় ক্রিকেটারদের, তারপরেও হার, যে কারণে ম্যাচ বেরিয়ে গেল ভারতের থেকে, এখনই সমঝে নিন শুভমান গিল

অরিজিৎ সিং এই রকমই। দেশের সেরা গায়কদের মধ্যে তিনি একজন। তবে মুম্বইয়ে দীর্ঘদিন থাকেন না কখনোই। কাজ মিটলেই ফিরে আসেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানে সাধারণ জীবন যাপন করতে দেখা যায় তাঁকে। সাধারণ পোশাকে স্কুটি নিয়ে তাঁর বাজার করতে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে আগেই। সেইসময় পড়শিদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গিয়েছিল তাঁকে। আর পাঁচজনের মতো নিরাপত্তা রক্ষী ছাড়াই সস্ত্রীক তাঁকে দেখা গিয়েছিল ভোট গ্রহণ কেন্দ্রে। বিশ্বজোড়া তাঁর খ্যাতি, তবুও এখনও তিনি রয়েছেন মাটির কাছাকাছি। মঙ্গলবারের রাতে তার সাক্ষী থাকলো আউশগ্রাম।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh In Forest: প্রতি গানে ২০ লক্ষ টাকা চার্জ! রাতে আউশগ্রামের জঙ্গলে অরিজিৎ সিং, চোখ কপালে সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল