TRENDING:

Arijit Singh Concert in Siliguri: গ্রামের ২৫ জনকে সঙ্গে নিয়ে ট্রেনে ওঠেন অরিজিৎ, মধ্যরাতে শিলিগুড়ির কাণ্ড দেখুন! রইল ভিডিও

Last Updated:

Arijit Singh Concert in Siliguri: হই হই কাণ্ড রেলস্টেশনে। নিজের চোখে অরিজিৎকে দেখবেন বলে স্টেশন চত্বরে অপেক্ষা করছিলেন ভক্তরা। তিস্তা তোর্সা এক্সপ্রেস প্ল্যাটফর্ম ঢুকতে না ঢুকতেই ট্রেনের কাছে এগিয়ে যান ভক্তরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই লাইভ শো-তে মাতবে উত্তরবঙ্গের শহর। আজ শিলিগুড়িতে অরিজিৎ সিং-এর কনসার্ট বলে। সমতল থেকে শুরু করে পাহাড়ে হই হই পড়ে গিয়েছে। সেই অরিজিৎ সোমবার মধ্যরাত ৩টে নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন (এনজেপি NJP)-তে পৌঁছন মুম্বইয়ের বাঙালি গায়ক।
এনজেপি-তে অরিজিৎকে দেখার ভিড়
এনজেপি-তে অরিজিৎকে দেখার ভিড়
advertisement

ফের বাংলায় অরিজিৎ। কলকাতার পর আবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাজো সাজো রব। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন অরিজিৎ। কিন্তু তার আগেই সাংঘাতিক কাণ্ড রেলস্টেশনে। গতকাল মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ-ভক্তদের ভিড়। শুধু শহর শিলিগুড়িই নয়, পাহাড়, সিকিম, অসম, বিহার থেকেও প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আজ শিলিগুড়ি আসছেন অরিজিতের ফ্যানরা।

advertisement

নিজের চোখে গায়ককে দেখবেন বলে স্টেশন চত্বরে অপেক্ষা করছিলেন ভক্তরা। তিস্তা তোর্সা এক্সপ্রেস প্ল্যাটফর্ম ঢুকতে না ঢুকতেই ট্রেনের কাছে এগিয়ে যান ভক্তরা। ট্রেনের দরজায় এসে দাঁড়ান অরিজিৎ। সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে ট্রেনে উঠেছিলেন অরিজিৎ। এসি থ্রি টায়ারের বি১ কোচে ছিলেন গায়ক।

advertisement

আরও পড়ুন: মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়কের! দেখুন ছবি

শুধু তা-ই নয়, নিজের গ্রামের ২৫ জনকে নিজের সঙ্গে নিয়ে এসেছেন অরিজিৎ। সকলকে শিলিগুড়িতে এনে নিজের গানের কনসার্ট শোনাবেন তিনি। নিজের গ্রামে ইতিমধ্যেই নানা রকমের উন্নতিসাধন, মানবকল্যাণের কাজে মগ্ন হতে দেখা গিয়েছে তাঁকে। এবার নিজের সঙ্গে গ্রামকেই তুলে নিয়ে এলেন যেন। রাত ৩টে নাগাদ শহরে পৌঁছে তখনই সাউন্ড চেক করতে মঞ্চে উপস্থিত হন তিনি। সেই সমস্ত ভিডিওয়ে ছয়লাপ নেটপাড়া।

advertisement

অন্যদিকে শিলিগুড়ি শহরের নিরাপত্তার দিকে যত্নবান পুলিশ। আইপিএলের উদ্বোধনের পর অরিজিতের শো নিয়ে প্রহর গুনছে সঙ্গীতপ্রেমীরা। অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্টকে ঘিরে কেবল উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্য-সহ সিকিমেও তুমুল উন্মাদনা শুরু হয়েছে। প্রথমে ১ এপ্রিল ওই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ইংরেজি মাধ্যমের বোর্ডের পরীক্ষা থাকায় সেই অনুষ্ঠান পিছানো হয়। ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় সাড়ে ৩ ঘণ্টা চলার কথা রয়েছে। শিলিগুড়ির পর অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়ে যাবেন অরিজিৎ। সেখানে তিনটি শো করার কথা রয়েছে তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রীতি মেনে নৈহাটি বড় মা কালীর পুজো! লক্ষাধিক ভক্তদের মাঝে চলছে প্রসাদ বিতরণ
আরও দেখুন

গ্যালারি না মেলার ফলে প্রায় ১২ হাজার দর্শক কমে গিয়েছে। যার ফলে কিছুটা হলেও টিকিটের মূল্য বাড়াতে বাধ্য হয়েছেন আয়োজকরা। তবে অনুষ্ঠানের ফলে স্টেডিয়ামের ময়দানের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকটি নিশ্চিত করা হয়েছে আয়োজকদের তরফে। ব্যবহার করা হবে মোজো ব্যারিকেড। অনুষ্ঠানের জন্য বিকেল ৫ টায় গেট খুলে দেওয়া হবে। অতিরিক্ত সাউন্ড সিস্টেমের জন্য খুদেদের আনতে মানা করা হয়েছে। তবে ৫ বছরের উর্ধে শিশুদের জন্য টিকিট মূল্য লাগবে। ভিন জেলা বা রাজ্য থেকে আসা দর্শক বা অনুরাগীদের জন্য এনবিএসটিসি-র সঙ্গে আলোচনা করে বাসের ব্যবস্থা করার চেষ্টাও করা হচ্ছে আয়োজকদের তরফে। সব মিলিয়ে জমজমাটি হতে চলেছে অরিজিৎ সিংয়ের কনসার্ট।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Concert in Siliguri: গ্রামের ২৫ জনকে সঙ্গে নিয়ে ট্রেনে ওঠেন অরিজিৎ, মধ্যরাতে শিলিগুড়ির কাণ্ড দেখুন! রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল