নেটিজেনদের কেউ অবাক৷ কেউ ভাবছেন এটা অর্চনাই৷ কেউ আবার বলছেন মেকআপের পিছনে এত খরচ না করে অর্চনাকে নিয়ে নিলেই হত৷ এবার মুখ খুললেন অর্চনা স্বয়ং৷ তিনি বেশ ভালভাবেই নিয়েছেন বিষয়টি৷ দ্য কপিল শর্মা শোয়ের বিচারক বলেন, "চুলের স্টাইলের জন্যই বোধহয় আমার সঙ্গে তুলনা করা হচ্ছে৷ আমি দ্য কপিল শর্মা শোয়ের প্রথম দিকের এই সাইড-পার্টেড লুকটি ব্যবহার করতাম৷ তবে যে কোনও উপায়ে নওয়াজের সঙ্গে তুলনা প্রশংসারই মতো।"
advertisement
আরও পড়ুন: হুমকি চিঠি নিয়ে বিচারকের কাছেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল, তোলপাড় পড়ল বাংলায়
আকর্ষণীয় মোশন পোস্টারে নওয়াজউদ্দিনকে দেখা গেছে এক ভিন্ন অবতারে। গ্ল্যামারাস চুল এবং মেকআপ সহ একটি ধূসর গাউন পরা। নওয়াজউদ্দিন ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে খোলামেলা বলেছেন, "আমি বিভিন্ন আকর্ষণীয় চরিত্র অভিনয় করেছি, তবে হাড্ডি একটি অনন্য এবং বিশেষ চরিত্র হতে চলেছে কারণ আমি এমন একটি চেহারায় আসব যা আগে কখনও দেখা যায়নি এবং এটি আমাকে একজন অভিনেতা হিসাবে আরও একধাপ এগিয়ে দিতে সাহায্য করবে।"
আরও পড়ুন: ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক, বাগদায় চাঞ্চল্য
হাড্ডি পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা। লিখেছেন তিনি ও অদম্য ভাল্লা। সিনেমা সম্পর্কে বলতে গিয়ে পরিচালক বলেন, "এটি একটি ডাবল হ্যামি হতে চলেছে, কারণ হাদ্দি আমাকে নওয়াজউদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে। আমাদের টিম আশা করছে যে মোশন পোস্টারটি দর্শকদের আগ্রহ জাগিয়ে তুলবে৷"