তবে, বিভিন্ন নাইট ক্লাব, কিংবা রেস্তোরাঁয় তাঁদের উপস্থিতিই অর্জুন-মালাইকার সম্পর্কে মোটামুটি সিলমোহর দিয়েছে ৷ এর পাশাপাশি শোনা যাচ্ছে আগামী এপ্রিলেই নাকি মালাইকার সঙ্গে গাঁচছড়া বাঁধতে চলেছেন বলি কাপুরের ছেলে অর্জুন ৷ মালাইকার বিয়ের খবরে আপাতত সরগরম বলিউড ৷ এই মুহূর্তে মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানের মনের মধ্যে কী চলছে, তা জানার জন্য কিছু কম কৌতুহল নেই ৷ আর এ নিয়ে এক সাংবাদিক আরবাজকে সামনে পেয়েই এ নিয়ে প্রশ্ন করে বসেন ৷ আর সেই প্রশ্নের উত্তরে আরবাজের প্রতিক্রিয়াই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷
advertisement
ভিডিওতে আরবাজ সাংবাদিকের এই প্রশ্নটি এড়িয়ে গিয়ে, মজা করে বলেন, “কাল বাতাউঁ, চলেগা?” অর্থাৎ যদি উত্তরটা কাল বলি চলবে ? দর্শকরা প্রাক্তন স্বামীর এমন প্রতিক্রিয়া দেখে হেসেই খুন। আর প্রশ্নের উত্তর দিতে গিয়ে হেসে লুটোপুটি খেলেন আরবাজও ৷ দেখে নিন সেই ভিডিও-