TRENDING:

মালাইকা নয়, অন্য মেয়ের সঙ্গে গোয়ায় আরবাজ !

Last Updated:

প্রথমে ছিল গুঞ্জন ৷ তারপর একেবারে প্রকাশ্যে মালাইকা জানিয়ে দিলেন, স্বামী আরবাজ খানকে তিনি ছাড়তে চলেছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রথমে ছিল গুঞ্জন ৷ তারপর একেবারে প্রকাশ্যে মালাইকা জানিয়ে দিলেন, স্বামী আরবাজ খানকে তিনি ছাড়তে চলেছেন ৷ এই সিদ্ধান্ত নিয়ে আরবাজের বাড়িও ছেড়েছেন মালাইকা অরোরা ৷ সঙ্গে অবশ্য নিয়েছেন ছেলেকে ৷
advertisement

আরবাজের ঘর ছেড়ে, ছেলেকে সঙ্গে নিয়ে কয়েকদিন আগে মলদ্বীপে বেশ কিছুদিনের জন্য ছুটিও কাটিয়ে এসেছেন মালাইকা ৷ সে ছবি ইনস্টাগ্রামে দিতে, ইন্টারনেটে ঝড় তোলে ৷ তবে এবার মলদ্বীপ নয় ৷ আরবাজ গেলেন গোয়ায় ! কিন্তু আরবাজের সঙ্গে এক নতুন মেয়ে !

গুঞ্জনে এসেছে, বেশ কিছুদিন ধরেই গোয়ায় রয়েছেন আরবাজ খান ৷ সঙ্গে গোয়ার এক রেস্তোরাঁর মালকিন ইয়েলো মেহরা ৷ কে এই ইয়েলো ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, বেশ কিছু বছর হল ইয়েলোর সঙ্গে নাকি সম্পর্কে যুক্ত হয়েছেন আরবাজ৷ আর এই ইয়েলোর কারণেই বার বার নাকি গোয়ায় উড়ে যেতেন তিনি ৷ অনেকে বলছেন, এই ইয়েলোর জন্যই ভেঙেছে মালাইকার সংসার ! তবে এই নিয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি আরবাজ ৷ শুধু ইনস্টাগ্রামে ছবি করছেন পোস্ট !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মালাইকা নয়, অন্য মেয়ের সঙ্গে গোয়ায় আরবাজ !