আরবাজের ঘর ছেড়ে, ছেলেকে সঙ্গে নিয়ে কয়েকদিন আগে মলদ্বীপে বেশ কিছুদিনের জন্য ছুটিও কাটিয়ে এসেছেন মালাইকা ৷ সে ছবি ইনস্টাগ্রামে দিতে, ইন্টারনেটে ঝড় তোলে ৷ তবে এবার মলদ্বীপ নয় ৷ আরবাজ গেলেন গোয়ায় ! কিন্তু আরবাজের সঙ্গে এক নতুন মেয়ে !
গুঞ্জনে এসেছে, বেশ কিছুদিন ধরেই গোয়ায় রয়েছেন আরবাজ খান ৷ সঙ্গে গোয়ার এক রেস্তোরাঁর মালকিন ইয়েলো মেহরা ৷ কে এই ইয়েলো ?
advertisement
জানা গিয়েছে, বেশ কিছু বছর হল ইয়েলোর সঙ্গে নাকি সম্পর্কে যুক্ত হয়েছেন আরবাজ৷ আর এই ইয়েলোর কারণেই বার বার নাকি গোয়ায় উড়ে যেতেন তিনি ৷ অনেকে বলছেন, এই ইয়েলোর জন্যই ভেঙেছে মালাইকার সংসার ! তবে এই নিয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি আরবাজ ৷ শুধু ইনস্টাগ্রামে ছবি করছেন পোস্ট !
advertisement
Location :
First Published :
July 23, 2016 3:51 PM IST