৩১ ডিসেম্বর রবিবার নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেখানে একটি পার্টিতে আরবাজ ও সুরাকে একসঙ্গে দেখা যাচ্ছে৷ আচমকাই সেখানে হাঁটু মুড়ে মাটিতে বসে প্রপোজ করেন আরবাজ খান৷ পুরোপুরি ফিল্মি কায়দায় ফুলের তোড়া দিয়ে আরবাজের এই প্রেম নিবেদন ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
প্রপোজ করেই ক্ষান্ত হননি আরবাজ৷ তারপরই আংটি পরিয়ে দেন সুরাকে৷ সুরাও সঙ্গে সঙ্গে আরবাজকে জড়িয়ে ধরে চুম্বন করেন৷ সুরা খান এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ১৯ তারিখে হ্যাঁ বলার পর থেকে ২৪ তারিখ বিয়ে, সবটাই যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল৷ সুরার এই ভিডিও পোস্ট দেখা মাত্রই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
আরও পড়ুন- গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ! বিছানায় শুয়েই বর্ষবরণ উদযাপন অভিনেতার, হলটা কী?
আরও পড়ুন-‘ট্রিপে যা হয়েছিল…’, কীভাবে দীপঙ্করের কাছাকাছি এলেন দোলন, ফাঁস হতেই তোলপাড়!
দুই পরিবারের উপস্থিতিতে ২৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ ও সুরা খান৷ দীর্ঘদিন ধরেই বলিউডের অন্দরে জল্পনা চলছিল আরবাজের নতুন সম্পর্ক নিয়ে৷ মেক আপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই গোপনে ডেট করছিলেন আরবাজ৷ অবশেষে চার হাত এক হল তাঁদের৷