TRENDING:

Arbaaz-Sshura Viral Video: মাত্র ৫ দিনেই সব হয়ে গেল! আরবাজকে আদুরে চুম্বন সুরার, তারপর..., ভিডিও ভাইরাল

Last Updated:

Arbaaz-Sshura Viral Video: পুরোপুরি ফিল্মি কায়দায় ফুলের তোড়া দিয়ে আরবাজের এই প্রেম নিবেদন ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলিউড অভিনেতা আরবাজ খানকে নিয়ে তোলপাড় বি-টাউন৷ হবে না-ই বা কেন? ৬০-এর কোটায় এসে দ্বিতীয়বার বিয়ে সারলেন আরবাজ খান৷ ২৪ ডিসেম্বর মেক আপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করে জীবনের নতুন ইনিংস শুরু করলেন আরবাজ খান৷ বিয়ের আগে সবকিছু গোপন থাকলেও বিয়ে হতে না হতেই একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ একাধিক পোস্টের মধ্যেই সম্প্রতি একটি পোস্ট নজর কেড়েছে সকলের৷
advertisement

৩১ ডিসেম্বর রবিবার নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেখানে একটি পার্টিতে আরবাজ ও সুরাকে একসঙ্গে দেখা যাচ্ছে৷ আচমকাই সেখানে হাঁটু মুড়ে মাটিতে বসে প্রপোজ করেন আরবাজ খান৷ পুরোপুরি ফিল্মি কায়দায় ফুলের তোড়া দিয়ে আরবাজের এই প্রেম নিবেদন ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

প্রপোজ করেই ক্ষান্ত হননি আরবাজ৷ তারপরই আংটি পরিয়ে দেন সুরাকে৷ সুরাও সঙ্গে সঙ্গে আরবাজকে জড়িয়ে ধরে চুম্বন করেন৷ সুরা খান এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ১৯ তারিখে হ্যাঁ বলার পর থেকে ২৪ তারিখ বিয়ে, সবটাই যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল৷ সুরার এই ভিডিও পোস্ট দেখা মাত্রই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷

advertisement

আরও পড়ুন- গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ! বিছানায় শুয়েই বর্ষবরণ উদযাপন অভিনেতার, হলটা কী?

আরও পড়ুন-‘ট্রিপে যা হয়েছিল…’, কীভাবে দীপঙ্করের কাছাকাছি এলেন দোলন, ফাঁস হতেই তোলপাড়!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দুই পরিবারের উপস্থিতিতে ২৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ ও সুরা খান৷ দীর্ঘদিন ধরেই বলিউডের অন্দরে জল্পনা চলছিল আরবাজের নতুন সম্পর্ক নিয়ে৷ মেক আপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই গোপনে ডেট করছিলেন আরবাজ৷ অবশেষে চার হাত এক হল তাঁদের৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arbaaz-Sshura Viral Video: মাত্র ৫ দিনেই সব হয়ে গেল! আরবাজকে আদুরে চুম্বন সুরার, তারপর..., ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল