একসময় বলিউডের সেরা দম্পতিদের তালিকায় জায়গা করে নিতেন আরবাজ-মালাইকা। চুটিয়ে প্রেমের পর বিয়ে। এক পুত্রের বাবা মা দু’জনে। তবে, ২০১৭ সালেই ভাঙল দু’জনের সংসার। মালাইকা অর্জুনের প্রেম নিয়ে বলিপাড়ায় শুরু হয় জোর চর্চা। আরবাজের সঙ্গে নাম জড়ায় জর্জিয়ার। কিন্তু আরবাজ-জর্জিয়ার প্রেমেও অবশেষে পড়েছে ছেদ। নিজেই সেকথা জানালেন জর্জিয়া।
আরও পড়ুন: হাতে হাত ধরে পার্টিতে আরবাজ-আমিশা! ‘গদর’ নায়িকার সঙ্গে নতুন সম্পর্কে মালাইকার প্রাক্তন?
advertisement
সম্প্রতি এক সাক্ষাত্কারে জর্জিয়া জানান, ‘‘আমরা ভীষণ ভাল বন্ধু। আমাদের বন্ধুত্ব সবসময় থাকবে।’’ তবে আরবাজের সঙ্গে তাঁর বিচ্ছেদের আসল কারণ কী? জর্জিয়ার উত্তরে উঠে এল মালাইকার প্রসঙ্গও। জর্জিয়া বললেন,‘‘ওর সঙ্গে মালাইকার সম্পর্ক কোনও দিন আমাদের সম্পর্কের মাঝে সমস্যা হয়ে দাঁড়ায়নি। কিন্তু আমি এই মুহূর্তে কারও ‘গার্লফ্রেন্ড’ নই।’’
আরবাজের সঙ্গে যে তাঁর বন্ধুত্ব এখনও অটুট তা জানিয়েছেন জর্জিয়াও। তবে, আরবাজের সঙ্গে কিছুদিন আগেই থাইল্যান্ডের পার্টিতে দেখা গিয়েছে অভিনেত্রী আমিশা প্যাটেলকে। দুজনে হাতে হাত ধরে পার্টিতে প্রবেশের পর নাচেনও।