গপ্পোটা হল, সম্প্রতি আরাধ্যার স্কুলে হয়ে গেল বার্ষিক অনুষ্ঠান ৷ আর এই অনুষ্ঠানে নৃত্য নাটিকায় অংশ নিয়েছিলেন ঐশ্বর্য কন্যা আরাধ্যা ৷ সেই নৃত্য নাটিকাতেই রবি ঠাকুরের ‘ওরে গৃহবাসী’ গানে নেচে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিলেন ঐশ্বর্য ৷ সঙ্গে সঙ্গে সেই নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
আরাধ্যার অনুষ্ঠান দেখতে দর্শক আসনে অবশ্য হাজির ছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ৷
advertisement
দেখুন আরাধ্যায় সেই নাচের ভিডিও---
Location :
First Published :
December 22, 2019 3:43 PM IST