অনেকের কাছে বৈধ টিকিট থাকার সত্ত্বেও কনসার্ট প্রবেশ করতে দেওয়া হয়নি। অনেকে জানান ভলিউম খুব কম ছিল, যারা মঞ্চ থেকে দূরে ছিলেন তাঁরা ভাল করে শুনতে পায়নি। ভিড়ের কারণে প্যানিক অ্যাটাক এবং উদ্বেগের শিকার হওয়ার অভিজ্ঞতা অনেকেই শেয়ার করেছেন। কেউ কেউ রাগে টিকিট ছিঁড়ে ফেলেন।
আরও পড়ুন: ছুটি কাটাতে গিয়ে বিপদে ঋত্বিক-পার্নো! জুটিকে বাঁচাতে নতুন ভূমিকায় রঞ্জিত মল্লিক
advertisement
ক্ষুব্ধ ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং ছবি শেয়ার করেন। ভয়ঙ্কর অব্যবস্থাপনার জন্য সংগীতশিল্পীর দলের প্রতি ক্ষোভ উগরে দেয় দর্শকরা, বলেন “যারা ২০০০ টাকার টিকিট দিয়েছিলেন তারা কনসার্টের প্রবেশ করতেও পারেনি”।
আরও পড়ুন: জ্বর গায়েই করলেন শ্যুটিং, দেবের প্রশংসায় পঞ্চমুখ সৌমিতৃষা! একান্ত সাক্ষাৎকারে যা বললেন অভিনেত্রী
সেখানে উপস্থিত এক ভক্ত স্যোশাল মিডিয়ায় গেটের একটি ভিডিও পোস্ট করে লেখেন, “খুব খারাপ ব্যবস্থাপনা। শুধু শুধু অর্থ ও শক্তির অপচয় হল। চারিদিকে মারামারি, ধাক্কাধাক্কি সব মিলিয়ে আমার খুবই খারাপ লাগছে।”
এ আর রহমান ও আয়োজকরা এ ঘটনা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।