জাভেদ খানের পুজোয় বঙ্গবন্ধুর সম্প্রীতির বিশ্বজনীন বার্তা দিতে ওপার বাংলার প্রথম সারির নায়িকা অভিনেত্রীকে বেছে নেওয়া হয়েছে। বিনা পারিশ্রমিকে অপু বিশ্বাস দুর্গা সাজছেন।
আরও পড়ুন: আশ্বিনের শারদ প্রাতে নতুন চমক! প্রথমবার মহিষাসুরমর্দিনী হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত!
তাঁর বেশ কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লাল পেড়ে সাদা শাড়ি পরে রয়েছেন অপু। গলায় লম্বা লম্বা রুদ্রাক্ষের মালা। চুল ঢেউ খেলিয়ে কাঁধের দুই পাশে সাজানো। হাতে পায়ে আলতা মাখা। হাতে শাখা-পলা। কপালে তৃতীয় চোখ আঁকা সযত্নে। কান থেকে নাকে ঝোলানো হয়েছে সোনার দুল। কোথাও আবার পদ্মের মালা পরে হাতে ত্রিশূল নিয়ে ছবি তুলেছেন। শরীর ভর্তি সোনার গয়না।
advertisement
পুজো এবার বিশ্বজনীন। সামনেই মুখ্যমন্ত্রীর ইউনেস্কো পুজো মিছিল। তাঁর নির্দেশ, রঙিন হতে হবে। সম্প্রীতির রঙে রঙিন করতে অপু বিশ্বাসকে পুজোর মুখ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়।
কিন্তু তাঁর কাছ থেকে পারিশ্রমিক জানতে চাওয়া হলে তিনি জানান, বঙ্গবন্ধুর সম্প্রীতির আদর্শ পুজোর থিমে প্রচারের জন্য কোনও মূল্য নিতে চান না। শুধু ছবিতে পুজোর মুখ হয়েই থাকবেন না। পুজোটা এ বার এপার বাংলাতেই কাটাবেন তিনি।
আরও পড়ুন: স্টার জলসার মহালয়ায় জোর টক্কর! শোলাঙ্কি নয়, ‘মহিষাসুরমর্দিনী’ হচ্ছেন সোনামণি
সম্প্রতি টলিউডে তাঁর প্রথম ছবির প্রথম 'লুক' প্রকাশ পেয়েছে। নচিকেতার গল্প নিয়ে ছবি তৈরি হচ্ছে 'শর্টকাট'। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক, শঙ্কর দেবনাথ, চন্দন সেন, সুমন্ত মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুকে। বাংলার জ্বলন্ত সমস্যা বেকারত্বকে নিয়ে গল্প বুনেছেন শিল্পী নচিকেতা। বাংলাদেশ থেকে আসা এক তরুণীর চরিত্রে অভিনয় করবেন অপু।