TRENDING:

বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস এবার কলকাতার পুজোর মুখ!

Last Updated:

সম্প্রতি টলিউডে তাঁর প্রথম ছবির প্রথম 'লুক' প্রকাশ পেয়েছে। নচিকেতার গল্প নিয়ে ছবি তৈরি হচ্ছে 'শর্টকাট'। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী প্রমুখকে। বাংলাদেশ থেকে আসা এক তরুণীর চরিত্রে অভিনয় করবেন অপু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পরেশ পালের কাঁকুড়গাছি যুবকবৃন্দ এবং জাভেদ খানের ৬৯ পল্লি তপসিয়া গেট সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এ বার নয়া চমক। পুজোর মুখ টলিউডের কেউ নন। আবারও নতুনও নন। বিখ্যাত অপু বিশ্বাস। বাংলাদেশের ছবির জগতে যাঁর জনপ্রিয়তার অন্ত নেই। সেই অপু, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের স্ত্রী এ বার দুই বাংলাকে জুড়লেন শারদীয়ার উপলক্ষে।
advertisement

জাভেদ খানের পুজোয় বঙ্গবন্ধুর সম্প্রীতির বিশ্বজনীন বার্তা দিতে ওপার বাংলার প্রথম সারির নায়িকা অভিনেত্রীকে বেছে নেওয়া হয়েছে। বিনা পারিশ্রমিকে অপু বিশ্বাস দুর্গা সাজছেন।

আরও পড়ুন: আশ্বিনের শারদ প্রাতে নতুন চমক! প্রথমবার মহিষাসুরমর্দিনী হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত!

তাঁর বেশ কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লাল পেড়ে সাদা শাড়ি পরে রয়েছেন অপু। গলায় লম্বা লম্বা রুদ্রাক্ষের মালা। চুল ঢেউ খেলিয়ে কাঁধের দুই পাশে সাজানো। হাতে পায়ে আলতা মাখা। হাতে শাখা-পলা। কপালে তৃতীয় চোখ আঁকা সযত্নে। কান থেকে নাকে ঝোলানো হয়েছে সোনার দুল। কোথাও আবার পদ্মের মালা পরে হাতে ত্রিশূল নিয়ে ছবি তুলেছেন। শরীর ভর্তি সোনার গয়না।

advertisement

পুজো এবার বিশ্বজনীন। সামনেই মুখ্যমন্ত্রীর ইউনেস্কো পুজো মিছিল। তাঁর নির্দেশ, রঙিন হতে হবে। সম্প্রীতির রঙে রঙিন করতে অপু বিশ্বাসকে পুজোর মুখ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়।

কিন্তু তাঁর কাছ থেকে পারিশ্রমিক জানতে চাওয়া হলে তিনি জানান, বঙ্গবন্ধুর সম্প্রীতির আদর্শ পুজোর থিমে প্রচারের জন্য কোনও মূল্য নিতে চান না। শুধু ছবিতে পুজোর মুখ হয়েই থাকবেন না। পুজোটা এ বার এপার বাংলাতেই কাটাবেন তিনি।

advertisement

আরও পড়ুন: স্টার জলসার মহালয়ায় জোর টক্কর! শোলাঙ্কি নয়, ‘মহিষাসুরমর্দিনী’ হচ্ছেন সোনামণি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি টলিউডে তাঁর প্রথম ছবির প্রথম 'লুক' প্রকাশ পেয়েছে। নচিকেতার গল্প নিয়ে ছবি তৈরি হচ্ছে 'শর্টকাট'। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক, শঙ্কর দেবনাথ, চন্দন সেন, সুমন্ত মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুকে। বাংলার জ্বলন্ত সমস্যা বেকারত্বকে নিয়ে গল্প বুনেছেন শিল্পী নচিকেতা। বাংলাদেশ থেকে আসা এক তরুণীর চরিত্রে অভিনয় করবেন অপু।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস এবার কলকাতার পুজোর মুখ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল