তবে পুরো ব্যাপারটা নিয়ে চুপই ছিলেন অনুষ্কা ৷ মুখ খুললেন নতুন বছরে এসে, তবে বিরাটের সঙ্গে এনগেজমেন্ট বা বিয়ে নিয়ে নয়, বরং ফ্যানদের হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানালেন অনুষ্কা ৷
দেরাদুনের হোটেলে বসে, নতুন বছরে সকালে ফ্যানেদের উদ্দেশ্যে অনুষ্কা জানালেন, নতুন বছরে সবাই ভালো থাকুন ৷ ভালো করুন ৷
বিরাট-অনুষ্কার প্রেম যেন ঠিকঠাকই এগোচ্ছে ৷ মাঝে অবশ্য কিছুটা ঝড় উঠেছিল সম্পর্কে ৷ তবে এখন সেই সম্পর্কের উষ্ণতা ও পাহাড়ের বরফ !
advertisement
তবে এই প্রথমবার নয়, অনুষ্কা শর্মা বহুবার উত্তরাখন্ডে এসেছেন ৷ জানা গিয়েছে, অনন্তবাবার শিষ্যা ৷ আর কাজ থেকে সময় পেলেই এখানে চলে আসেন তিনি ৷ তবে অনন্ত বাবার আশ্রমে আসা-যাওয়াটা একেবারেই গোপনে সেরে ফেলেন তিনি ৷ অনেক সময় নাকি এখানে থেকেই গিয়েছেন অনুষ্কা ৷ হয়তো বাগদানের আগে অনন্তবাবার থেকে আর্শিবাদও নেবেন অনুষ্কা ও বিরাট কোহলি ৷
Happy 2017 you guys !