অনুষ্কা (Anushka Sharma) নিজেও পশুপ্রেমী। শুধু চারপেয়েদের তিনি ভালোবাসেন না। এমনকি ওদের অধিকারের জন্য সরবও হয়েছেন তিনি একাধিকবার। এবার এক পশুপ্রেমী ব্যক্তির জন্য আওয়াজ তুললেন অভিনেত্রী। ভিডিওয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি আহত সারমেয় ছানাকে কোলে আগলে রেখেছেন। আর তাঁকে দেখে অন্য আর একজন পাগল বলে সম্বোধন করে।
উত্তরে সেই পশুপ্রেমী ব্যক্তি বলেন, "আমি পাগল? আমায় দেখে তোমার পাগল মনে হচ্ছে? অবলা পশুদের সেবা করা উচিত সব সময়।" এই ভিডিওটিই শেয়ার করেছেন অনুষ্কা। ইনস্টা স্টোরিতে ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, "পাগল তো তারা যারা মানবিকতা বোঝে না। আপনি না।" অনুষ্কার শেয়ার করা পোস্টে তাঁর অনুরাগীরাও মুগ্ধ হয়েছেন।
advertisement
আরও পড়ুন- লতা মঙ্গেকরকে শ্রদ্ধা জানালেন আতিফ আসলাম! পাকিস্তানি গায়কের ভিডিও দেখে আবেগপ্রবণ নেটিজেন
এর আগে বহু বার পশুদের কল্যাণ ও অধিকার নিয়ে কথা বলেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। পশুদের উপর অত্যাচারের শাস্তি যাতে আরও কড়া করা হয় সেই দাবিতে ২০১৯-এ #JusticeForAnimals নামে একটি ক্যাম্পেনও শুরু করেছিলেন তিনি। স্ত্রীর থেকে অনুপ্রাণিত হয়ে বিরাট কোহলিও পথ কুকুর ও বিড়ালদের জন্য একটি সংস্থা শুরু করেন। এমনকি সম্প্রতি তাঁরা ঘোষণা করেছেন যে তাঁরা মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। অধিকাংশ সময় সবজিই খান তাঁরা।
কাজের দিক থেকে ক্রিকেট তারকা ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন অনুষ্কা। বহুদিন পরে অভিনেত্রী হিসেবে ফের দেখা যাবে তাঁকে।