ভারত-পাকিস্তান ম্যাচে একেবারে খোশমেজাজে ধরা দিলেন অরিজিৎ সিং৷ যাকে কিনা পাগড়ি ছাড়া কোনও কনসার্টে দেখা যায় না, এবার পাগড়ি ছাড়া একগাল দাড়ি মুখে বিশ্বকাপের মঞ্চ মাতালেন অরিজিৎ সিং৷ তবে তিনি একা নন অভিনেত্রী অনুষ্কাকে দেখা গেল আনন্দের মুহূর্তে৷
আরও পড়ুন- অরিজিৎ সিং কত টাকা নেন ‘বিয়ে’-তে গান গাইতে? চমকে যাবেন টাকার অঙ্ক শুনলে
advertisement
আরও পড়ুন-অকালে চলে গেলেন সলমনের কাছের মানুষ, পুজোর মরশুমে শোকের ছায়া বিনোদন জগতে
অন্তঃসত্বার গুঞ্জনের মধ্যেই এদিন সকাল সকাল আহমেদাবাদ পৌঁছান অনুষ্কা শর্মা৷ তেমনই ম্যাচ শুরু হওয়ার আগে পারফর্ম করে সকলের মন জয় করে নেন অরিজিৎ সিং৷ তারপর গ্যালারিতে বসে ভারত-পাক ম্যাচ দেখেন তারকারা৷ সম্প্রতি খেলা চলাকালীন গ্যালারি থেকে একটি ভিডিও চরম ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খেলা ছেড়ে অনুষ্কার ছবি তুলতে ব্যস্ত অরিজিৎ সিং৷ গ্যালারি থেকে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে অনুষ্কার ছবি তুলছেন বাংলার স্বনামধন্য গায়ক৷ অনুষ্কাকে পোজ দেওয়ার কথা বলতেই হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী৷
তবে গায়কের এই কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়েছেন অভিনেত্রী৷ দুই তারকার এই স্মরণীয় মুহূর্ত নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ অরিজিতের এহেন রূপ আগে হয়তো কখনও দেখেননি ভক্তরা৷ তবে ভারত-পাক ম্যাচে অরিজিৎকে দেখে রীতিমতো হতবাক হয়েছেন ভক্তরা৷