ছবিটি শেয়ার করে দর্শকদের লিখেছেন, ‘একটা গল্পের এক মুহূর্ত যা বলা প্রয়োজন’। কোন মুহূর্তের কথা বলছেন অভিনেত্রী? তা জানা যাবে চাকদা এক্সপ্রেস মুক্তির পর। একটি বৃষ্টির দিনের দৃশ্য তুলে ধরেছেন অনুষ্কা। ছবিতে সাদামাটা প্যান্ট, শার্টে দেখা যাচ্ছে অনুষ্কাকে। ছবিতে কারওর সঙ্গে ফোনে কথা বলছেন অভিনেত্রী। একটি ছাতাও হাতে ধরে আছেন। সাদামাটা চেহারায় দেখা যাচ্ছে অনুষ্কাকে।
advertisement
বাইরে অঝোরে পড়ছে বৃষ্টি, তার মাঝেই ফোন হাতে দাঁড়িয়ে আছেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা বয়ে যায় নেটিজেনদের৷ ট্রেলার প্রকাশের পরে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার মুখে পরে ছবিটি। নেটফ্লিক্সের অফিসিয়াল ট্যুইটারে হ্যান্ডেল থেকে ট্রেলারটি প্রকাশ করার সময় ঝুলন গোস্বামীকে ট্যাগ না করায় ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।
আরও পড়ুন: মুক্তি পেল Ponniyin Selvan 1-এর ট্রেলার, অপরূপা ঐশ্বর্য ঘুম কাড়লেন দর্শকদের
বিষয়টি নিয়ে নেটফ্লিক্সের সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটর আকাশ চোপড়া। অবশেষে মুক্তি পেতে চলেছে চাকদা এক্সপ্রেস। বহুদিন বাদে ফের বড় পর্দায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে৷
ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুষ্কা প্রেমীরা৷