TRENDING:

মুখ আড়াল করে মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়ালেন বিরাট-অনুষ্কা! দেখুন ভিডিও

Last Updated:

আচমকা দেখা গেল,  মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন তারকা দম্পতি। বিরাটের পরনে সবুজ টি শার্ট-কালো প্যান্ট। নায়িকার পরেছেন কালো টি শার্ট-কালো প্যান্ট। স্বামীকে জড়িয়ে ধরে স্কুটির পিছনে বসে রয়েছেন ভামিকার মা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একটি কালো রঙের স্কুটি। তাতে দু'টি মানুষ। এক জন চালাচ্ছেন। অন্য জন পিছনে বসে। দু'টি কালো রঙের হেলমেট তাঁদের মাথায়। এতে আর নতুন কী? দেশের রাস্তায় নিত্যনৈমিত্তিক ঘটনা তো। কিন্তু তারাদের ঔজ্জ্বল্য কি দু'টি মুখ ঢাকা হেলমেটে ঢাকা পড়ে?
advertisement

পড়ল না ঢাকা। হেলমেটের বাইরে থেকে অনুরাগীরা ঠিক চিনে ফেললেন দেশের দুই তারকাকে। এক জন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলি নায়িকা-প্রাক্তন প্রযোজক অনুষ্কা শর্মা।

আরও পড়ুন: মা হলেন সোনম কাপুর, দাদু অনিলকে বলিপাড়ার শুভেচ্ছা বার্তা

আরও পড়ুন: আলিয়ার বেবি বাম্প, ওজন বৃদ্ধি নিয়ে 'মস্করা' রণবীরের, নায়কের মন্তব্যে নিন্দার ঝড়!

advertisement

আচমকা দেখা গেল,  মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন তারকা দম্পতি। বিরাটের পরনে সবুজ টি শার্ট-কালো প্যান্ট। নায়িকার পরেছেন কালো টি শার্ট-কালো প্যান্ট। স্বামীকে জড়িয়ে ধরে স্কুটির পিছনে বসে রয়েছেন ভামিকার মা। নেটিজেনরা সেই ভাইরাল ভিডিও দেখে অত্যন্ত উৎফুল্ল। কেউ কেউ আবার চিত্রগ্রাহকদের প্রতি ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের দাবি, দু'জনকে একটু শান্তিতে ঘুরে বেড়াতে দিন না। অনুষ্কার শ্যুটিং শেষ হওয়ার পর দু'জনে মিলে শহর সফরে বেরিয়েছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যদিও অনুষ্কা এবং বিরাট স্কুটিতে চাপার আগে অনুষ্কার ছবির সেটে ক্যামেরায় পোজ দিতে ভোলেননি। তাঁদের হাসিমুখ দেখেই এ কথা স্পষ্ট যে তারকা দম্পতি বহু দিন পর সাধারণের জীবন যাপন করার আনন্দে আপ্লুত। মুক্তির স্বাদের অপেক্ষা ছিল যেন মুখে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মুখ আড়াল করে মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়ালেন বিরাট-অনুষ্কা! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল