সময় রায়নার ইউটিউব চ্যানেলে কথা বলার সময় অনুরাগ কাশ্যপকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কখনও জেলে গিয়েছিলেন কিনা। এর জবাবে পরিচালক বলেন, ‘হ্যাঁ, জেলে গিয়েছি। আমি একজন ভুল মানুষকে চড় মেরেছিলাম। যে ব্যক্তি আমাকে লক আপে রেখেছিল সে আমার জীবন বদলে দিয়েছে।’ অনুরাগ বলেছিলেন যে ব্যক্তি তাঁকে লক আপে নিয়ে গিয়েছিল সে খুব মুগ্ধ হয়েছিল, যে পরিচালক সঠিক জিনিসটির জন্য তার আওয়াজ তুলেছিলেন।
advertisement
কখন এবং কোথায় ঘটেছে তা জানাননি অনুরাগ কাশ্যপ। কিছুদিন আগে পরিচালক জানিয়েছিলেন, মদ্যপান করায় তাঁকে সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে। অনুরাগ কাশ্যপ ‘অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত’ ছবির প্রচারের সময় Unfiltered with Samdish YouTube চ্যানেলে এই সাক্ষাৎকার দিয়েছিলেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2024 4:23 PM IST