সেটে লেন্সবন্দি হল সেই রন্ধনপর্ব। পরিচালকের চেয়ার ছেড়ে খোশমেজাজে দিব্যি রাঁধলেন অনুরাগ। তাঁকে সঙ্গ দিলেন অনুপম। একা হাতে অচিরেই এগ ধোসা বানিয়ে ফেললেন বাঙালি পরিচালক। মাঝে অনুপম কিঞ্চিৎ সাহায্য করেছেন বটে। তবে ধোসা তৈরি করে খাওয়ানোর জন্য অনুরাগের প্রশংসা করতেও ভোলেননি বর্ষীয়ান অভিনেতা।
আরও পড়ুন: অল্লু অর্জুনকে চেনা দায়! 'পুষ্পা ২'-এর প্রথম ঝলকেই বাজিমাত, থাকল বিরাট চমক
advertisement
আরও পড়ুন : চৈত্র মাস শেষ হতে চলল, এ বছর গাজনের চড়কপুজো কবে, জানুন পুণ্যতিথির দিন ক্ষণ
সেই ভিডিও নিজের ফেসবুকের দেওয়ালে ভাগ করে নিয়েছেন অনুপম। মজার ছলে লিখেছেন, 'মেট্রো... ইন দিনোর সেটে অনুপম খেরের জন্য ডিম ধোসা তৈরি করলেন অনুরাগ বসু। দেখুন, শিখুন, খান আর মজা নিন। অনুপর ডিম ধোসা খেয়ে মন ভরে অনুরাগের প্রশংসা করেছেন।' এখানেই থেমে যাননি অনুপম। অনুরাগের উদ্দেশে মজার সুরে লেখেন, 'ছবিতে চরিত্রও ভাল দিয়েছে, প্লেটে ধোসাও।' পরিচালক-অভিনেতার খুনসুটিতে মজেছেন নেটিজেনরাও।
অনুরাগের 'মেট্রো... ইন দিনো'-তে অনুপম ছাড়াও দেখা যাবে সারা আলি খান, আদিত্য রায় কাপুর, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, নীনা গুপ্তা, ফতিমা সানা শেখ এবং আলি ফজসকে। আপাতত ছবির শ্যুট চলছে। চলতি বছরে ৮ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।