আর এবার লিখলেন মনের অবস্থা, কেমন আছেন তিনি। গতকাল রাতে কল্যাণী বই উৎসব ২০২৩-এ গানের অনুষ্ঠান ছিল অনুপমের। সেখানে হাজার হাজার শ্রোতা এসেছিলেন তাঁর গান শুনতে। ফেসবুক ও ইনস্টাগ্রামে সেখানকার ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন গায়ক। ইনস্টাগ্রামে যে ছবি তিনি শেয়ার করেছেন, সেখানে রয়েছে তাঁরই লেখা গানের লাইন, ‘আমি সেই মানুষটা আর নেই’…
advertisement
আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ না, নিখুঁত দাওয়াই কাঁচা কলা! ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবিশ্বাস্য গুণ
আরও পড়ুন: ডায়াবেটিস ভিতর থেকে শরীরকে খেয়ে নেয়, প্রচণ্ড ব্যথা হয় এই অংশে! সাবধানতা নিন
প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই সময় বিদেশে ছিলেন অনুপম। সেখান থেকে ফিরে এসেছেন কলকাতায়, ঢুকে পড়েছেন রোজকার জীবনে। গানের অনুষ্ঠানও চলছে। সেখানকার জনসমুদ্রের ছবি ও ধন্যবাদজ্ঞাপনের সঙ্গেই তিনি যে আর আগের মতো নেই সে কথাও যেন ইঙ্গিতে বলেছেন অনুপম। অন্তত সোশ্যাল পোস্ট তো তেমনই বলছে।
সোশ্যাল মিডিয়ায় নব-দম্পতিকে আক্রমণ করতে ছাড়ছেন না অনেকেই। আবার এই নেটনাগরিকদের অনেকেই অনুপমের দুঃখে সমব্যাথী হয়েছেন। এরই মাঝে ফের একবার অনুপমের গানে কাঁদলেন গায়কের অনুরাগীরা। গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব-সৌমিতৃষার ছবি প্রধানের ট্রেলার। সেই ছবির জন্যই গান গেয়েছেন অনুপম রায়। ছবির ট্রেলারে রয়েছে অনুপমের গাওয়া গানের কয়েক কলি। গানটি হল ‘তাই ফিরে এসো তাসের ঘর হয়ে…’। সেই গানেও রয়েছে বেদনার সুর। আর তাতেই চোখ ভিজেছে অনুরাগীদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
