TRENDING:

Anupam Roy: পিয়া-পরমের বিয়ের পর কেমন আছেন অনুপম? একটি পোস্টেই সব কথা বলে দিলেন গায়ক!

Last Updated:

Anupam Roy: লিখলেন মনের অবস্থা, কেমন আছেন তিনি। প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে পরমব্রতর বিয়ের পর কেমন আছেন অনুপম রায়, জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একসময়ের সফর ‘সঙ্গিনী’ সঙ্গ ছেড়েছিলেন আগেই। হাত ধরেছেন ‘পরম’ প্রিয় বন্ধুর। কিছুদিন আগেই প্রাক্তন স্ত্রী পিয়া সই সাবুদ করে হাত ধরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। গত ২৭ নভেম্বর তাঁদের বিয়ের খবরে হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া নানা মন্তব্য, কানাঘুষো, জল্পনা চলতেই থাকে। কিন্তু এই নিয়ে নিজে স্পষ্ট কিছুই বলেননি সংগীতশিল্পী তথা গীতিকার অনুপম রায়। অবশেষে সোশ্যাল মিডিয়ায় নিজের ঝলমলে হাসিমুখ নিয়ে হাজির হন শিল্পী।
অনুপম রায় (ফাইল ছবি)
অনুপম রায় (ফাইল ছবি)
advertisement

আর এবার লিখলেন মনের অবস্থা, কেমন আছেন তিনি। গতকাল রাতে কল্যাণী বই উৎসব ২০২৩-এ গানের অনুষ্ঠান ছিল অনুপমের। সেখানে হাজার হাজার শ্রোতা এসেছিলেন তাঁর গান শুনতে। ফেসবুক ও ইনস্টাগ্রামে সেখানকার ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন গায়ক। ইনস্টাগ্রামে যে ছবি তিনি শেয়ার করেছেন, সেখানে রয়েছে তাঁরই লেখা গানের লাইন, ‘আমি সেই মানুষটা আর নেই’…

advertisement

আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ না, নিখুঁত দাওয়াই কাঁচা কলা! ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবিশ্বাস্য গুণ

আরও পড়ুন: ডায়াবেটিস ভিতর থেকে শরীরকে খেয়ে নেয়, প্রচণ্ড ব্যথা হয় এই অংশে! সাবধানতা নিন

প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই সময় বিদেশে ছিলেন অনুপম। সেখান থেকে ফিরে এসেছেন কলকাতায়, ঢুকে পড়েছেন রোজকার জীবনে। গানের অনুষ্ঠানও চলছে। সেখানকার জনসমুদ্রের ছবি ও ধন্যবাদজ্ঞাপনের সঙ্গেই তিনি যে আর আগের মতো নেই সে কথাও যেন ইঙ্গিতে বলেছেন অনুপম। অন্তত সোশ্যাল পোস্ট তো তেমনই বলছে।

advertisement

সোশ্যাল মিডিয়ায় নব-দম্পতিকে আক্রমণ করতে ছাড়ছেন না অনেকেই। আবার এই নেটনাগরিকদের অনেকেই অনুপমের দুঃখে সমব্যাথী হয়েছেন। এরই মাঝে ফের একবার অনুপমের গানে কাঁদলেন গায়কের অনুরাগীরা। গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব-সৌমিতৃষার ছবি প্রধানের ট্রেলার। সেই ছবির জন্যই গান গেয়েছেন অনুপম রায়। ছবির ট্রেলারে রয়েছে অনুপমের গাওয়া গানের কয়েক কলি। গানটি হল ‘তাই ফিরে এসো তাসের ঘর হয়ে…’। সেই গানেও রয়েছে বেদনার সুর। আর তাতেই চোখ ভিজেছে অনুরাগীদের।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Roy: পিয়া-পরমের বিয়ের পর কেমন আছেন অনুপম? একটি পোস্টেই সব কথা বলে দিলেন গায়ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল