নেটদুনিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ অভিনেতা অনিল কাপুর৷ ফিটনেস নিয়ে তিনি কতটা সচেতন তার প্রমাণ হামেশাই ভক্তদের হাতে-কলমে দেন অভিনেতা৷ কখনও তিনি অক্সিজেন মাস্ক পরে ট্রেডমিলে দৌঁড়ান, আবার কখনও মাইনাস ১১০ ডিগ্রির বাঙ্কারে ঢুকেও শরীরচর্চা করেন৷ গত কয়েকদিন ধরে অনিল কাপুরের এমন কীর্তির সাক্ষী থেকেছেন অনুরাগীরা৷ নিয়মিত শরীরচর্চা করার সময় বিভিন্ন ব্যায়ামের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেতা৷ এবার অনিল নয়, অভিনেতার বন্ধু অনুপম খের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের৷
advertisement
বয়স ৬৬ হলেও অনিলের যেন বয়স বাড়ে না৷ কিন্তু কেন? কীভাবে নিজের বয়স ধরে রেখেছেন অভিনেতা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ এবার সমস্ত সিক্রেট ফাঁস করে দিলেন সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে রাখা চেম্বারে ঢুকে গিয়ে অক্সিজেন থেরাপি নিচ্ছেন অনিল কাপুর৷ অক্সিজেন মাস্ক পরে চেম্বারে ঢুকে শুয়ে রয়েছেন অনিল কাপুর৷ ভিতর দিয়ে হাত নাড়ছেন বন্ধু অনুপমকে৷ কালো রঙের পোশাক পরে অভিনেতাকে দেখা গিয়েছে৷ অভিনেতার ফিটনেস সিক্রেট নিয়ে মজা করতেও ছাড়েননি অনুপম খের৷ ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- 'আরে কাপুর সাহাব, আপনি তো আগে বলেননি চাঁদে যাচ্ছেন৷ নাকি এই মেশিনের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার যৌবন ধরে রাখার সিক্রেট'? সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি৷ অনুপমের শেয়ার করা ভিডিও দেখেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়৷
আরও পড়ুন-'বিয়ের জন্মদিন'! এক যুগ আগে ফিরে গেলেন ঋত্বিক-অপরাজিতা,অদেখা ছবি নিমেষে ভাইরাল
আরও পড়ুন-এ কী করছেন শাহরুখ! ফাঁস হয়ে গেল 'ডানকি'-র শ্যুটিংয়ের অন্দরের ছবি, কোথায় উড়ে গেলেন অভিনেতা
অনিলের ফিটনেস নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না৷ মাইনাস ১১০ ডিগ্রীতে ওয়ার্কআউট করার ছবি দিয়ে তিনি লিখেছিলেন- '৪০-এ দুষ্টুমির দিন শেষ, এবার সময় এসেছে ৬০ বছরে সেক্সি হওয়ার'৷ আসলে অভিনেতার এই কঠোর পরিশ্রমের পিছনে রয়েছে 'ফাইটার'৷ হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই অ্যাকশন থ্রিলারের জন্যই নিজেকে প্রস্তুত করছেন অনিল কাপুর৷ সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে হৃত্বিক ও দীপিকা পাড়ুকোনকে৷ ছবিটি আগামী বছর মুক্তি পেতে চলেছে৷ শেষবারের মতো 'যুগ যুগ জিও' ছবিতে এবং ওয়েব সিরিজ 'নাইট ম্যানেজার'-এ দেখা গিয়েছে অনিল কাপুরকে৷