শাহরুখের জয়জয়কার হলেও বিষয়টাকে ভাল ভাবে নেননি গায়ক অভিজিৎ ভট্টাচার্যের পুত্র জয়। সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষোভ উগরে জানান, এই গানের কৃতিত্ব তাঁর বাবাকে দেওয়া হয়নি। যে গানটি নিয়ে তুমুল চর্চা, শাহরুখ অভিনীত বাদশা ছবির সেই জনপ্রিয় গানটি আসলে গেয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য। তিনি বিশেষ আলাপচারিতায় আমাদের জানালেন যে, তাঁর ইচ্ছা ‘উয়ো লড়কি জো’ গানটির কৃতিত্ব দেওয়া হোক সুরকার অনু মালিককে। কারণ এটা আসলে তাঁর সেরা গানগুলির মধ্যে অন্যতম।
advertisement
News18 Showsha-র সঙ্গে বিশেষ আলাপচারিতায় অনু মালিক বলেন যে, গোটা বিষয়টিকে তিনি ইতিবাচক ভাবেই দেখছেন। তাঁর কথায়, “ডুয়া লিপা খুব খুব প্রতিভাশালী এবং বিখ্য়াত গায়িকা। এটা একটা সম্মানও বটে! আমার মনে হয়, ক্রেডিট বাব কৃতিত্ব খুবই গুরুত্বপূর্ণ। মানুষের জানা উচিত যে, ‘উয়ো লড়কি জো’ আসলে অনু মালিকের গান। যেটি গেয়েছিলেন অভিজিৎ। তবে এটা ভেবেই ভাল লাগছে যে, গানটিকে মঞ্চে নিয়ে এসেছেন ডুয়া লিপা। আর মনে এই অনুভূতিই জাগছে যে, সঙ্গীতশিল্পী হিসেবে সারা বিশ্বের কাছ থেকে আমরা সম্মান পাচ্ছি। সেই সঙ্গে এ-ও মনে হচ্ছে, আমার সুর একজন বিশ্বসেরা সঙ্গীতশিল্পীর মন-মস্তিষ্কে ঢেউ তুলছে।”
ডুয়া লিপার পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হতেই কতগুলি মেসেজ পেয়েছেন তিনি? সেই প্রসঙ্গে সঙ্গীতকার বলেন যে, “আমি ডুয়া লিপার পারফরম্যান্স দেখেছি। গোটা বিশ্ব এমনকী আমার মেয়েও আমাকে ওই ক্লিপটি পাঠিয়ে জানিয়েছে, ‘তুমি তো সব জায়গায় ছেয়ে গিয়েছো। ডুয়া লিপা তোমার গানে নাচ করছেন’। এমন সাড়া পেয়ে আমি সত্যিই আনন্দিত। এর বিরোধিতা করার কোনও জায়গাই নেই। তিনি দারুণ পারফর্মার। মঞ্চে তো তিনি দুর্ধর্ষ। আমার সুরের সঙ্গে নিজের পারফরম্যান্সের একটা সুন্দর মেলবন্ধন তৈরি করেছেন তিনি।”
যদিও অনু মালিক বলেন, “আমরা শুধু সঠিক কৃতিত্ব দেওয়ার জন্য মানুষের কাছে অনুরোধ জানাতে পারি। আজকাল তো আমরা শুধু হাতজোড় করেই অনুরোধ করি। কারণ আমি বিতর্ক তৈরি করতে চাই না। আমরা গর্বিত ভারতীয়। আমরা আনন্দিত কারণ আমাদের গান গ্লোবাল মঞ্চে জায়গা পেয়েছে। আমি ডুয়া লিপাকে বলতে চাই, খুবই ভাল করেছেন। আমি ওঁকে অভিনন্দন জানাই। আমি খুবই আনন্দিত যে, আমার সুর সারা বিশ্বের মানুষের কাছ থেকে ভালবাসা পেয়েছে।”
আরও পড়ুন-‘বাড়িতে কথা বললেই সব শেষ!’ রাত ১.৪২ মিনিটে…, সবচেয়ে গোপন কথা ফাঁস করলেন অমিতাভ, তারপরই যা ঘটে গেল…
সঙ্গীত পরিচালক আরও বলেন, “আমি এই কোল্যাবোরেশনের উৎসটা জানতে চাই। আমি জানতে চাই, ওঁরা কীভাবে কোম্পানির কাছ থেকে এই গানের রাইটস পেল? আদৌ তাঁরা কি আমার আর অভিজিতের নাম উল্লেখ করেছে? পুরো গল্পটা যদিও আমি জানি না। তবে ডুয়া লিপার ব্যবহার করা গান মানুষকে আনন্দ দিচ্ছে, সেটা ভেবেই আমি আনন্দিত।” তবে একটা বিষয় তাঁকে দুঃখ দিয়েছে। অনু মালিক বলেন, “প্রচুর মানুষ আমায় বলছেন যে, এটি একটি ‘অসম্ভাব্য’ এবং ‘অস্বাভাবিক’ কোল্যাবোরেশন। কিন্তু এই শব্দগুলি আমার ভাল লাগেনি। ‘অসম্ভাব্য’ এবং ‘অস্বাভাবিক’ বলে তাঁরা কী বোঝাতে চান? তাঁদের গর্ব করা উচিত যে, ভারতের খুবই কঠোর পরিশ্রমী সুরকার অনু মালিক।”