পরিচালক মেঘা ঘোষের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবিটি। ‘Ansh’ ছবিতে নিধি চরিত্রে দেখা গিয়েছে অপরাজিতা ঘোষকে। এর পাশাপাশি গৌরব চরিত্রে অভিনয় করছেন ঈশান মজুমদার। চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছে সুব্রত দাসকে। অনাথাশ্রমের ম্যানেজার হিসেবে দেখা গিয়েছে রাত্রি চৌধুরীকে। আর অনাথ শিশুর ভূমিকায় অভিনয় করেছেন নভ্যা সিং। নিধির পুত্রের ভূমিকায় দেখা গিয়েছে বিহান চাকলাদারকে। আর উসমান চরিত্রে অভিনয় করেছেন বাবিন দাস।
advertisement
এই ছবিটি প্রযোজনা করেছেন সৌমাভ ঘোষ। ডিওপি-র দায়িত্ব সামলেছেন সৌম্য বারিক। এই ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রতীম চক্রবর্তী। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অন্তরীক্ষ রায়। ছবিটির সম্পাদনা করেছেন প্রতীম চক্রবর্তী। সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল রায়। এই ছবির গান শোনা গিয়েছে অন্বেষার কণ্ঠে।
পরিচালক মেঘা ঘোষ জানিয়েছেন যে, “আজকালকার দিনে সমাজের এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু অপহরণ। আর এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাটাই আমার উদ্দেশ্য।” এটাই পরিচালক মেঘা ঘোষের প্রথম ছবি। অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের প্রশংসা করে তিনি বলেন যে, “এটা আমার ডেবিউ ফিল্ম। আমি আমার অভিনেতা-অভিনেত্রী এবং আমার টিমের কাছ থেকে যে সহায়তা পেয়েছি, তা সত্যিই অকল্পনীয়। শুধু তা-ই নয়, আমি ভগবান কৃষ্ণ এবং আমার পরিবারের কাছেও সত্যিই কৃতজ্ঞ। কারণ তাঁদের জন্যই ‘Ansh’ ছবিটি তৈরি করতে পেরেছি।”