TRENDING:

Ansh: শিশু অপহরণ নিয়ে সচেতনতা গড়াই লক্ষ্য, সেই বিষয়টাই প্রতিফলিত হল মেঘা ঘোষের প্রথম ছবি ‘Ansh – A Piece Of Me’-তে

Last Updated:

Ansh | নিধির অতীত যন্ত্রণা মোকাবিলা করার লড়াইয়ের কাহিনিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘Ansh – A Piece Of Me’ ছবির কাহিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একটি সন্তানকে দত্তক নেওয়ার আশায় একদিন একটি অনাথাশ্রমে যান বছর পঁয়ত্রিশের নিধি নামের এক মহিলা। সেই সময় অনাথ আশ্রমের ম্যানেজার একটি বাচ্চা মেয়ের সঙ্গে তাঁর আলাপ করিয়ে দেন। আর ঠিক সেই সময় নিধির মধ্যে দেখা যায় এক অদ্ভুত অভিব্যক্তি। অতীতের কিছু কথা জেনে ভেসে ওঠে তাঁর মনে। রীতিমতো যেন সেখান থেকে পালিয়ে বাঁচেন নিধি। এভাবেই ধীরে ধীরে তাঁর যন্ত্রণাময় অতীত সামনে এসে দাঁড়াতে থাকে। আসলে নিজের সন্তানকে এক সময় হারাতে হয়েছিল নিধিকে। যার যন্ত্রণা থেকে আজও বেরিয়ে আসতে পারেননি তিনি। তবে কীভাবে সেই দুঃখ-যন্ত্রণা এবং মানসিক অবসাদের সঙ্গে মোকাবিলা করে তিনি তা থেকে বেরিয়ে আসেন, সেটাই ধীরে ধীরে সামনে আসবে। নিধির এই অতীত যন্ত্রণা মোকাবিলা করার লড়াইয়ের কাহিনিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘Ansh – A Piece Of Me’ (‘অংশ – এ পিস অফ মি’) ছবির কাহিনি।
Ansh – A Piece Of Me
Ansh – A Piece Of Me
advertisement

আরও পড়ুন– মাত্র তেইশেই তিন সন্তানের মা ! MBBS-এর পড়া শেষ না হতেই রুপোলি জগতে পদার্পণ, আপাতত দক্ষিণী থেকে হিন্দি ছবির দুনিয়া কাঁপাচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী

পরিচালক মেঘা ঘোষের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবিটি। ‘Ansh’ ছবিতে নিধি চরিত্রে দেখা গিয়েছে অপরাজিতা ঘোষকে। এর পাশাপাশি গৌরব চরিত্রে অভিনয় করছেন ঈশান মজুমদার। চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছে সুব্রত দাসকে। অনাথাশ্রমের ম্যানেজার হিসেবে দেখা গিয়েছে রাত্রি চৌধুরীকে। আর অনাথ শিশুর ভূমিকায় অভিনয় করেছেন নভ্যা সিং। নিধির পুত্রের ভূমিকায় দেখা গিয়েছে বিহান চাকলাদারকে। আর উসমান চরিত্রে অভিনয় করেছেন বাবিন দাস।

advertisement

এই ছবিটি প্রযোজনা করেছেন সৌমাভ ঘোষ। ডিওপি-র দায়িত্ব সামলেছেন সৌম্য বারিক। এই ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রতীম চক্রবর্তী। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অন্তরীক্ষ রায়। ছবিটির সম্পাদনা করেছেন প্রতীম চক্রবর্তী। সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল রায়। এই ছবির গান শোনা গিয়েছে অন্বেষার কণ্ঠে।

advertisement

আরও পড়ুন– পহেলগাঁও জঙ্গি হামলার জন্য পাক সেনাকেই দায়ী করে পোস্ট ! পরে অবশ্য সেই পোস্টকে ‘Fake’ বলে দাবি করে সাফাই গাইলেন পাক অভিনেত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

পরিচালক মেঘা ঘোষ জানিয়েছেন যে, “আজকালকার দিনে সমাজের এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু অপহরণ। আর এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাটাই আমার উদ্দেশ্য।” এটাই পরিচালক মেঘা ঘোষের প্রথম ছবি। অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের প্রশংসা করে তিনি বলেন যে, “এটা আমার ডেবিউ ফিল্ম। আমি আমার অভিনেতা-অভিনেত্রী এবং আমার টিমের কাছ থেকে যে সহায়তা পেয়েছি, তা সত্যিই অকল্পনীয়। শুধু তা-ই নয়, আমি ভগবান কৃষ্ণ এবং আমার পরিবারের কাছেও সত্যিই কৃতজ্ঞ। কারণ তাঁদের জন্যই ‘Ansh’ ছবিটি তৈরি করতে পেরেছি।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ansh: শিশু অপহরণ নিয়ে সচেতনতা গড়াই লক্ষ্য, সেই বিষয়টাই প্রতিফলিত হল মেঘা ঘোষের প্রথম ছবি ‘Ansh – A Piece Of Me’-তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল