TRENDING:

ফের প্রেগন্যান্ট ‘চুনি’, এক গা গয়না পরে গর্ভবতী হয়ে ছবি পোস্ট অভিনেত্রী অন্বেষা হাজরার !

Last Updated:

একেবারে ভাইরাস হয়ে ঘুরে বেড়াচ্ছে এই পেজ থেকে সেই পেজ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই কাণ্ড ! একটা ছবিতেই নেটিজেনদের রীতিমতো ঘুম তাড়ালেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা ৷ আর শুধুই কী ঘুম তাড়ানো, ছবি ভাইরাল হয়ে, একেবারে ভাইরাস হয়ে ঘুরে বেড়াচ্ছে এই পেজ থেকে সেই পেজ৷ এখন গোটা শহরে একটা কথা, কী মেয়েরে বাবা, আবার প্রেগন্যান্ট !
advertisement

এ খবর সংবাদমাধ্যমের নজরে আসতে সোজা যোগাযোগ অন্বেষাকে ৷ গোটা ঘটনা শুনে হেসেই উড়িয়ে দিলেন অন্বেষা ৷ তারপর চুপি চুপি বললেন, ‘সিক্রেট ফাঁস !’

তা গল্পটা কি?

অন্বেষা সংবাদমাধ্যমকে জানালেন, ‘চুনি-পান্না ধারাবাহিক শেষ হচ্ছে ১১ অক্টোবর ৷ আর শেষে এসেই জানা যাবে চুনির ভবিষ্যত কী ৷’

অন্বেষা জানালেন, ‘পান্না আসবে চুনির পেটে মেয়ে হয়ে৷ আর এভাবেই সদা একসঙ্গে থাকার পরিকল্পনা চুনি-পান্নার ৷’ আর সেই কারণেই পেটে বালিশ গুঁজে পোয়াতি-র চরিত্রে অন্বেষা ৷

advertisement

সব সময় হাসি-খুশি অন্বেষা স্পষ্ট জানাল, দারুণ মজা লাগছে শ্যুটিং করতে ৷

অন্বেষার এই প্রেগনেন্সি পোস্ট দেখে ফ্যানেরা একদিকে যেমন আপ্লুত ৷ ঠিক তেমনি বহু মানুষেরারই কষ্ট পেয়েছেন৷ কারণ, হাসির মোড়কে মোড়া চুনি-পান্না শেষ হয়ে যাচ্ছে তো !

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

তবে অন্বেষা বলছেন, চুনি থাকবে সবসময় আপনাদের জন্য ৷ হ্যাঁ, ঠিকই তো, সোশ্যাল মিডিয়ার যুগে প্রিয় মানুষকে দেখা তো দারুণ সহজ !

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের প্রেগন্যান্ট ‘চুনি’, এক গা গয়না পরে গর্ভবতী হয়ে ছবি পোস্ট অভিনেত্রী অন্বেষা হাজরার !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল