ক্ষোভ উগরে অঙ্কুশ তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, যে ব্যক্তির সঙ্গে তিনি ছবি প্রযোজনার পরিকল্পনা করেছিলেন, তাঁর বিষয়ে ভাল করে খতিয়ে না দেখাটা তাঁর ভুল। অঙ্কুশ লেখেন, ‘আজ সেই কারণে অনেক নতুন ছেলে মেয়েরা তাকে বিশ্বাস করে নিজের চোখের জল ফেলছে। আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম নায়ক হব বলে। পরিবারের যেখানে কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না। সফর বেশ কঠিন ছিল। তাই এই স্বপ্নের দাম আমি বুঝি।’
advertisement
আরও পড়ুন: তোলপাড় বলিউড, বিচ্ছেদের পথে অর্জুন-মালাইকা? অভিনেতার পোস্টে আতঙ্কে ভক্তরা
আরও পড়ুন: স্বস্তিকা-দিব্যজ্যোতির সম্পর্কে অবনতির কারণেই কি টিআরপি-তে সেরার মসনদ হারাল ‘অনুরাগের ছোঁয়া’!
অঙ্কুশ ঠিক কী কারণে সেই যৌথ উদ্যোগ থেকে সরে এসেছিলেন, তা খোলসা করেননি। তবে নিউজ18 বাংলাকে তিনি বলেছিলেন, “প্রথমে ওদের আইডিয়া, কথাবার্তা ভাল লাগায় সুযোগ দিয়েছিলাম। কিন্তু পরে বুঝলাম যে, এক জন অযোগ্য লোককে সুযোগ দিয়ে ফেলেছি। তাই এ বার সরে এলাম।” তিনি এও জানিয়েছিলেন যে, যা যা সমস্যা হয়েছে, তার সমস্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে। কিন্তু সে সব প্রকাশ করে কাদা ছোড়াছুড়িতে তিনি যেতে চান না। তবে সাম্প্রতিক পোস্টে হুঁশিয়ারির সুরে তিনি লেখেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এরপর আর কারও স্বপ্ন নিয়ে যদি সে ছেলেখেলা করে, আমি কড়া পদক্ষেপ করব তার বিরুদ্ধে।’