TRENDING:

নতুনদের সুযোগ দিতে গিয়ে অযোগ্য লোককে সুযোগ দিয়েছি, 'মির্জা' নিয়ে বিস্ফোরক অঙ্কুশ

Last Updated:

অঙ্কুশ জানালেন, অন্তর্দ্বন্দ্ব চলার কারণে অনেক কাজ স্থগিত ছিল অনেক দিন ধরেই। এবার আলাদা হয়ে যাওয়ার পরে সেই কাজগুলি শুরু করার পর আরও ২-৩ মাস লাগবে ফ্লোরে যেতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'মির্জা' মুক্তির আগেই বড় সিদ্ধান্ত অঙ্কুশ হাজরার। আলাদা হল অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। যৌথ প্রযোজনায় কাজ হবে না আর। 'মির্জা'র প্রযোজনা করবেন অঙ্কুশ একাই।
advertisement

শনিবার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানান, 'আমাদের প্রিয় দর্শকের উদ্দেশ্যে এই বিশেষ ঘোষণা, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড-এর মধ্যে কিছু অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স, নেক্সজেন ভেঞ্চার্স-এর সঙ্গে আলাদা হওয়ার এবং ভবিষ্যতেও কোনও ভাবেই একত্রিত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেই সমস্ত প্রজেক্ট অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের ব্যানারে রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো সময়ের সঙ্গে মুক্তি পাবে অবশ্যই কিন্তু 'মির্জা', যে ছবিটি ইদ ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা ছিল সেটির মুক্তি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

advertisement

কিন্তু এই বিচ্ছিন্ন হওয়ার নেপথ্যে কোন মতপার্থক্য দায়ী, সে বিষয়ে জানার জন্য নিউজ18 বাংলার তরফে যোগাযোগ করা হল অঙ্কুশকে। তিনি বললেন, ''কিছু মতবিরোধের পর বুঝতে পারলাম, ওদের সঙ্গে ব্যবসা করা যাবে না। আমি একাই রিলিজ করাব 'মির্জা'। আসলে নতুনদের সুযোগ দেওয়ার মতো শিক্ষা পেয়েছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকেই। সেখান থেকেই প্রথমে ওদের আইডিয়া, কথাবার্তা ভাল লাগায় সুযোগ দিয়েছিলাম। কিন্তু পরে বুঝলাম যে, এক জন অযোগ্য লোককে সুযোগ দিয়ে ফেলেছি। তাই এবার সরে এলাম। মানুষ 'মির্জা'-তে আমার উপর ভরসা রেখেছেন। তাই আমি একা করলে কোনও সমস্যাই হবে না আশা করছি। যা যা সমস্যা হয়েছে, তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। কিন্তু সে সব প্রকাশ করে কাদা ছোড়াছুড়িতে যেতে চাই না। তাই চুপ করে আছি।''

advertisement

আরও পড়ুন: বলিউডে পা জয়া আহসানের, বাঙালি পরিচালকের হাত ধরেই পঙ্কজ-পার্বতীর সঙ্গে হিন্দি ছবি

অঙ্কুশ স্পষ্ট জানিয়ে দিলেন, নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে আর কোনও দিনও যৌথ প্রযোজনায় কাজ করবেন না। এই সিদ্ধান্তের ফলে ছবিটির মুক্তি পিছিয়েছে স্বাভাবিক ভাবেই। অঙ্কুশ জানালেন, অন্তর্দ্বন্দ্ব চলার কারণে অনেক কাজ স্থগিত ছিল অনেক দিন ধরেই। এবার আলাদা হয়ে যাওয়ার পরে সেই কাজগুলি শুরু করার পর আরও ২-৩ মাস লাগবে ফ্লোরে যেতে। ফলে ইদে এই ছবি রিলিজ করানো সম্ভব হচ্ছে না।

advertisement

আরও পড়ুন: চ্যাপলিনের পাশে অপু, চলচ্চিত্র উৎসবের বিজ্ঞাপন ভাইরাল সোশাল মিডিয়ায়

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

টলি অভিনেতার কথায়, ''আমার এই 'মির্জা' ছবিটি নিয়ে বহুল চর্চা হয়েছে চারদিকে। লোকে অপেক্ষা করছে রিলিজের জন্য। এমনিতেই বাংলা ছবি নিয়ে এই রকম হইচই আর পড়ে না, কিন্তু এই ছবিটা নিয়ে সেটা তৈরি হয়েছে, তাই সিদ্ধান্ত নিলাম যে সময় নিয়ে যত্ন করে ছবিটা বানাব।''

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
নতুনদের সুযোগ দিতে গিয়ে অযোগ্য লোককে সুযোগ দিয়েছি, 'মির্জা' নিয়ে বিস্ফোরক অঙ্কুশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল