জীবনের গল্পই ‘কুরবান’-এর প্রাণ। মূলত হাসান এবং হিজলকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প। হাসানের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। বাণিজ্যিক ছবির ‘হিরো’র খোলস থেকে বেরিয়ে নতুন করে নিজেকে তৈরি করেছেন অভিনেতা। তাঁর কথায়, “আমি এতদিন যে চরিত্রগুলো করেছি, সেগুলি খুবই এন্টারটেইনিং। নাচ-গান-ডায়লগবাজি, সবই করেছি। আমিও সেটা উপভেগ করেছি, মানুষও তা ভালবেসেছেন। কিন্তু হাসান চরিত্রটা আমাকে খুব ভাবিয়েছে। তার নানা ওঠাপড়ার প্রভাব আমার জীবনেও পড়েছে। তাই অবশ্যই এই চরিত্রে অভিনয় করাটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। খুব উপভোগও করেছি।”
advertisement
অঙ্কুশের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। ‘কুরবান’-এর গল্প ভাবিয়েছে তাঁকেও। প্রিয়াঙ্কার কথায়, “ছবিটির গল্পে যে সংবেদনশীলতা আছে, তা আমার মন ছুঁয়ে গিয়েছিল। শৈবাল যে ভাবে চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছে, সেটা আমার খুব ভাল লেগেছে। আমার চরিত্রটা বাস্তবের খুব কাছাকাছি। সে যেমন সংসার সামলায়, তেমনই নিজের চাহিদাও বোঝে। একজন অভিনেতা হিসেবে দুর্দান্ত পারফর্ম করার সুযোগ রয়েছে এই চরিত্রের মাধ্যমে।”
আরও পড়ুন: একদিকে অজয়-টাবুর রসায়ন, তো অন্য দিকে মারকাটারি দৃশ্য; এই ছবি বক্স অফিসে পেয়েছিল বড়সড় সাফল্য!
আরও পড়ুন: ২০ বছর পর ফের কাছাকাছি, নতুন ছবিতে একসঙ্গে পর্দায় অক্ষয় কুমার-রবিনা ট্যান্ডন!
পরিচালক শৈবালের কথায়, “গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে। হাসানের চরিত্রের জন্য প্রথমেই অঙ্কুশের সেনসিটিভ চোখ দুটো ভেসে উঠেছিল। দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে। একই ভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়াঙ্কার মধ্যে। গ্রামের একটি সুন্দর, অল্পবয়সী, প্রাণবন্ত মেয়ে, যে তার নিজের কথা বলতে পারে।”
অঙ্কুশ-প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে দেখা যাবে শান্তিলাল মুখার্জি, কাঞ্চন মল্লিক, সুভদ্রা মুখোপাধ্যায়কে।